স্থানীয় সূত্রে খবর, প্রদীপ কুমার সাউ পরিবার নিয়ে হিন্দমোটর জনতা রোড এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। তাঁর যমজ ছেলে। বুধবার দুপুরে খাওয়া-দাওয়ার পর বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে যায় দুই জমজ ভাই। স্নান করতে করতে বিকেল সাড়ে চারটে নাগাদ কোনভাবে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় আরিয়ান। তার ভাই’ও ভেসে যাচ্ছিল। তাদের সঙ্গে থাকা বাকি কিশোরেরা ভয়ে পুকুর থেকে উঠে আশেপাশের লোকজনকে ডাকতে থাকে। স্থানীয় এক যুবক এসে বাঁচানোর চেষ্টা করেন।
advertisement
আরও পড়ুন: রাত দুপুরে পুলিশের গাড়িতে গুলি চালাল কারা! কাঁপছে জলপাইগুড়ি
ওই যুবক জলে নেমে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে শেষে জলের তলায় আরিয়ানকে খুঁজে পায়। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় পুলিশ এবং দমকল। উদ্ধারের পরই দ্রুত ওই কিশোরকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা আরিয়ানকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
কিশোরের এই মর্মান্তিক মৃত্যু প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী বলেন, দুই ভাই জলে চান করতে নেমেছিল। ওদের সঙ্গে আরও একজন ছিল। হঠাৎ করে দুই ভাইকে তলিয়ে যেতে দেখে সেই ছেলেটি আশেপাশের লোকজনকে ডাকতে যায়। স্থানীয় এক যুবক দ্রুত জলে ঝাঁপিয়ে পড়ে এক ভাইকে রক্ষা করলেও অপরজনকে বাঁচাতে পারেনি।
রাহী হালদার