TRENDING:

Viral News: ছাতা মাথায় পড়ান শিক্ষক, ছাতা মাথায় পড়ে পড়ুয়ারা! আজব স্কুল, কেন এমনটা করতে হয় জানেন

Last Updated:

Viral News: ছাতা মাথায় পড়ান শিক্ষক, ছাতা মাথায় পড়ে পড়ুয়ারা! স্কুলের যা অবস্থা তাতে যে কোনদিন ঘটে যেতে পারে দুর্ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: স্কুলের টিনের চাল তাও ফাটা! তাই দিয়েই পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি! ছাতা মাথায় ক্লাস রুমে পড়াচ্ছেন শিক্ষক, পড়ছে পড়ুয়ারা, তাদের মাথাতেও ছাতা। ঝমঝম করে বৃষ্টির জল পড়ছে ক্লাস রুমে। হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের এমন ছবি ভাইরাল হয়েছে। যার পরে নড়েচড়ে বসেছে প্রশাসনও।
advertisement

হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক এই স্কুলে রয়েছে ৬৮জন মোট পড়ুয়া। কিন্তু স্কুলের অবস্থা একেবারে বেহাল! শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর জন্য চারটি ক্লাস রুম আছে। যার মধ্যে দুটি টিনের চালের ঘর। সেই ঘরের চাল নষ্ট হয়ে গেছে। চাল ভেদ করে জল পড়ছে এই অবস্থায় ক্লাস করতে হচ্ছে। এমনটাই অভিযোগ অভিভাবকদের। এ বিষয়ে এক অভিভাবক তিনি জানান, বাচ্চাদের স্কুলে পাঠিয়ে তারা রীতিমত আতঙ্কে থাকেন। স্কুলের যা অবস্থা তাতে যে কোনদিন ঘটে যেতে পারে দুর্ঘটনা।

advertisement

আরও পড়ুন: ২৫ বছর ধরে নিখোঁজ, ভুলে গিয়েছে মাতৃভাষা বাংলা! সেই ছেলেই এবার ফিরল ঘরে

স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত বলেন, “২০২৩ সালে আমি স্কুলে যোগ দিই। তার আগে থেকেই টিনের ঘর দুটির অবস্থা খারাপ। আমি প্রশাসনের সব জায়গায় জানিয়েছি। গতকাল দুটি ত্রিপল দেওয়া হয়েছে। গত বছর ঘর সংস্কারের জন্য এস্টিমেট পাঠানো হয়েছে। স্কুলে ভাল পড়াশোনা হয়। গ্রামবাসীরাও জানান স্কুলের ঘরে বাচ্চারা ক্লাস করতে পারে না।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পান্ডুয়ার তৃণমূলের প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে কাজ করা হবে। পান্ডুয়ার বিডিও শ্রেবন্তী বিশ্বাস জানিয়েছেন, ২০২৪ সালে পাঁচপাড়া স্কুলের জন্য মোট ১১ লক্ষ টাকার এস্টিমেট পাঠানো হয়েছে। গতকাল স্কুলে দুটি ত্রিপল পাঠানো হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখেছে ব্লক প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: ছাতা মাথায় পড়ান শিক্ষক, ছাতা মাথায় পড়ে পড়ুয়ারা! আজব স্কুল, কেন এমনটা করতে হয় জানেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল