হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক এই স্কুলে রয়েছে ৬৮জন মোট পড়ুয়া। কিন্তু স্কুলের অবস্থা একেবারে বেহাল! শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর জন্য চারটি ক্লাস রুম আছে। যার মধ্যে দুটি টিনের চালের ঘর। সেই ঘরের চাল নষ্ট হয়ে গেছে। চাল ভেদ করে জল পড়ছে এই অবস্থায় ক্লাস করতে হচ্ছে। এমনটাই অভিযোগ অভিভাবকদের। এ বিষয়ে এক অভিভাবক তিনি জানান, বাচ্চাদের স্কুলে পাঠিয়ে তারা রীতিমত আতঙ্কে থাকেন। স্কুলের যা অবস্থা তাতে যে কোনদিন ঘটে যেতে পারে দুর্ঘটনা।
advertisement
আরও পড়ুন: ২৫ বছর ধরে নিখোঁজ, ভুলে গিয়েছে মাতৃভাষা বাংলা! সেই ছেলেই এবার ফিরল ঘরে
স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত বলেন, “২০২৩ সালে আমি স্কুলে যোগ দিই। তার আগে থেকেই টিনের ঘর দুটির অবস্থা খারাপ। আমি প্রশাসনের সব জায়গায় জানিয়েছি। গতকাল দুটি ত্রিপল দেওয়া হয়েছে। গত বছর ঘর সংস্কারের জন্য এস্টিমেট পাঠানো হয়েছে। স্কুলে ভাল পড়াশোনা হয়। গ্রামবাসীরাও জানান স্কুলের ঘরে বাচ্চারা ক্লাস করতে পারে না।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পান্ডুয়ার তৃণমূলের প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে কাজ করা হবে। পান্ডুয়ার বিডিও শ্রেবন্তী বিশ্বাস জানিয়েছেন, ২০২৪ সালে পাঁচপাড়া স্কুলের জন্য মোট ১১ লক্ষ টাকার এস্টিমেট পাঠানো হয়েছে। গতকাল স্কুলে দুটি ত্রিপল পাঠানো হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখেছে ব্লক প্রশাসন।
রাহী হালদার