আরও পড়ুন: ক্যানিং শহরে রাতভর পুলিশের টহলদারি
বিশিষ্ট শিক্ষাবিদ দার্শনিক তথা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রথম উপরাষ্ট্রপতি ড: সর্ব্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। এই দিনে কেন্দ্র ও রাজ্য সরকার শিক্ষকদের শিক্ষাদানের পদ্ধতি বিচারে বেশ কিছু শিক্ষককে সম্মানিত করে থাকেন। কেন্দ্র ও রাজ্য সরকারের পাশাপাশি এই প্রথম পূর্ব মেদিনীপুর জেলার কোনও পুরসভা ৫ সেপ্টেম্বর শিক্ষকদের সম্মানিত করতে চলেছে বিশেষ সম্মানে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পূরসভা পুর শিক্ষক সম্মান শিক্ষকদের তুলে দিতে উদ্যোগী হয়েছে।
advertisement
এই বিষয়ে পাঁশকুড়া পুরসভার বর্তমান পুরপ্রধান নন্দকুমার মিশ্র জানিয়েছেন, পুরসভার কাজ সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবা দেওয়া। এর বাইরেও পুরসভার কিছু দায়িত্ব থাকে। সেই দায়িত্ব থেকেই এই বছর প্রথম পুর এলাকার প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের জন্য একটি বিশেষ পুরশিক্ষক সম্মান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ৫ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই সম্মান তুলে দেওয়া হবে। ঐ দিন পুর এলাকার সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
সৈকত শী