আরও পড়ুন: পাশেই শ্রীরামকৃষ্ণের জন্মস্থান! হাতে একটু সময় থাকলেই পিকনিক জমবে এই মনোরম ইকো ট্যুরিজম পার্কে
প্রধান শিক্ষিকা কৃষ্ণ দত্ত এদিন উপস্থিত ছিলেন না। যদিও তার ছেলে সন্দীপন দত্ত এসে অভিভাবকদের সঙ্গে অশালীন আচরণ করার জন্য বিশৃংখলার সৃষ্টি হয় বলেই দাবি অভিভাবকদের। ক্লাসে না পড়িয়ে শিক্ষক-শিক্ষিকারা মোবাইলে গেম খেলে এমনই অভিযোগ তুলে স্কুল ঘরের মধ্যেই তালা দিয়ে দুই শিক্ষককে আটকে রাখা হয় দীর্ঘ চার ঘন্টা যাবৎ, এবং অভিভাবকরা বিক্ষোভ দেখাতে থাকেন।
advertisement
আরও পড়ুন: ১০২ বছরের পুরনো জগদ্ধাত্রী পুজো, মূর্তি বিসর্জন হয় না কোনওদিনই...
এই ঘটনা সংবাদ শিরোনামে আসতেই, ঘটনাস্থলে উপস্থিত শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। আসেন স্থানীয় বাবলা পঞ্চায়েতের মেম্বার। এলাকাবাসীর কথায় মান্যতা দিয়ে তারা ঘটনাটি বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীকে জানান, এরপর বিধায়ক অবর বিদ্যালয় পরিদর্শক এর সঙ্গে কথা বলেন। জানতে পারেন ওই বিদ্যালয়ের আগেও অভিভাবকদের এ ধরনের ক্ষোভ বিক্ষোভ একাধিক বার ঘটে।
এরপর অবর বিদ্যালয় পরিদর্শক সিদ্ধান্ত নেন, কৃষ্ণা দত্তকে এদিনই সাসপেন্ড করার এবং আগামীকাল সুশান্ত মন্ডল নামে দীর্ঘদিন ওই বিদ্যালয়ে থাকা শিক্ষককে অন্যত্র স্থানান্তর্তকরণ করার।পুলিশ প্রশাসনের ভূমিকা বাবলা পঞ্চায়েতে সদস্যদের প্রচেষ্টা এবং সর্বোপরি বিধায়ক এবং আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অবর পরিদর্শকের সিদ্ধান্তে খুশি হন সকল এলাকাবাসী অভিভাবক বৃন্দ।
Mainak Debnath