আরও পড়ুন- মৃত্যুর ঠিক আগেই ‘মলত্যাগ’ করে মানুষ, কেন জানেন…? চমকপ্রদ ‘সত্যিটা’ জানলে মাথা ঘুরে যাবে!
এই এক্সিবিশনে সোলার সিস্টেম থেকে শুরু করে রেইন ওয়াটার হারভেস্টিং মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের প্রক্রিয়া ইত্যাদি একাধিক প্রজেক্ট ছাত্র ছাত্রীরা নিজের হাতে বানিয়ে এই শিবিরে অংশগ্রহণ করে। এবং এক্সিবিশন দেখতে আসা প্রত্যেককে যে যার বানানো প্রজেক্ট সম্পর্কে অবগত করে অবলীলাক্রমে।
advertisement
আরও পড়ুন- কুকুর কেন মানুষকে চেটে দেয়? শুধুই কি ‘ভালবাসা’র প্রকাশ? আসল কারণ আপনাকে হতবাক করতে পারে!
শুধু সায়েন্স এক্সিবিশন নয় বিদ্যালয়ের একপাশে প্রদর্শন করা হয়েছে ছাত্র-ছাত্রীদের আঁকা বিভিন্ন চিত্রকলা, যা দেখতে সরস্বতী পুজোর পাশাপাশি ভিড় করেছিলেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরাও। এদিন গৌড়ীয় মিশন বিদ্যামন্দিরের শিক্ষিকা প্রিয়াঙ্কা পাত্র জানান, ছেলেমেয়েদের বিজ্ঞান শুধুমাত্র মুখস্ত করানোর জন্য নয় তারা যাতে হাতে-কলমে প্র্যাকটিক্যাল ভাবে তাদের বিজ্ঞানের চেতনা জাগে সেই কারণেই আজকের এই শিবিরের আয়োজন করা হয়েছে। যাতে খেলার মাধ্যমে বিজ্ঞানের চেতনা জেগে ওঠে ছোট ছোট ছাত্র ছাত্রীদের মধ্যে।
Mainak Debnath