পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ অক্টোবর স্কুলের মাঠে খেলতে গিয়ে ছেলেরা দেখে স্কুলের গেটের তালা ভাঙা। অফিস ঘরের দরজা খোলা। স্কুল পরিচালন সমিতির সভাপতি রামকেশব ভট্টাচার্য খবর পেয়ে স্কুলে এসে দেখেন ১৩টি কম্পিউটার, ২ টি প্রোজেক্টর সহ সাউণ্ড সিস্টেম চুরি হয়েছে।
আরও পড়ুন: 'ম্যাডাম শুনছেন...', চালকের ডাকে সাড়া নেই, কলকাতায় অ্যাপ ক্যাবে মহিলার মৃতদেহ!
advertisement
আরও পড়ুন: মেয়র পারিষদ থেকে বরো চেয়ারম্যান, কলকাতায় নিজের আসন 'নেই' বহু হেভিওয়েটের!
মঙ্গলকোট থানায় স্কুলের চুরির ঘটনার অভিযোগ দায়ের করেন সভাপতি। দীর্ঘ একমাস মঙ্গলকোট থানা তদন্ত করে স্কুলের চুক্তি ভিত্তিক শিক্ষক শুভাশিস সাহার উপর নজরদারি শুরু করেন। কিছু তথ্য প্রমাণ হাতে পাওয়ার পর আজ সকালে শুভাশিস সাহাকে পুলিশ গ্রেফতার করে। নিজেদের হেফাজতে চেয়ে তাঁকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কম্পিউটার চুরির সঙ্গে অভিযুক্ত শিক্ষক প্রত্যক্ষভাবে জড়িত। এই ঘটনায় গ্রামের সকলেই হতবাক।