Kolkata News: 'ম্যাডাম শুনছেন...', চালকের ডাকে সাড়া নেই, কলকাতায় অ্যাপ ক্যাবে মহিলার মৃতদেহ!

Last Updated:

Kolkata News: কলকাতায় ক্যাবের মধ্যে রহস্য মৃত্যু মহিলার। মানিকতলা থানার পুলিশ তদন্তে।

এই সেই ক্যাব
এই সেই ক্যাব
#কলকাতা: শহর কলকাতায় ক্যাবের মধ্যে রহস্যজনক মৃত্যু মহিলার।ছেলের শেষ বারণ শুনলেন না মা। বাড়ি থেকে বেরোতেই কিছুক্ষন পর মায়ের মৃত্যু সংবাদ এল ছেলের কাছে। ছেলের আক্ষেপ, " মা কে বার বার মানা করেছিলাম আজ যেও না। মানা শুনলেন না। "চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মানিকতলা থানার অন্তর্গত উল্টোডাঙা ফুটব্রিজ ফ্লাইওভারের কাছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম স্বাতী দাস। ৫৬ বছর বয়সি ওই মহিলা ধর্মতলা এলাকায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত। শুক্রবার সকাল ১১ টায় নাগেরবাজার বাড়ি থেকে একটি এপপ ক্যাবে ওঠেন।
ক্যাবটি তাঁর ছেলে বুক করে দিয়েছিলেন।উল্টোডাঙ্গা মোড়ে ফুট ব্রিজের কাছে এসে ক্যাব চালক কর্তব্যরত সার্জন্টকে বলেন ওই মহিলা অচৈতন্য অবস্থায় রয়েছেন। সঙ্গে সঙ্গে মানিকতলা থানায় খবর দেওয়া হয়। পুলিশ ও ক্যাব চালক হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।ঘটনাস্থলে আসেন মানিকতলা থানার পুলিশ। ক্যাব চালক মুকেশ কুমার মাহাতো জানান, " বাড়ি থেকে মহিলাকে গাড়িতে তুলি। উল্টোডাঙ্গা ফুটব্রিজের কাছে আসতেই মহিলা হঠাৎ অসুস্থ বোধ করেন অচৈতন্য অবস্থা দেখে খবর দেই ট্রাফিক  সার্জেন্টকে। এরপর পুলিশ আসে।
advertisement
advertisement
হাসপাতালে চিকিৎসকরা মৃত বলেন ওই মহিলাকে। ভাবতেই পারছিনা। আজ আর ডিউটি করবো না। চোখের সামনে এমন দেখে হতবাক "। মৃতার  ছেলে জানান, " সকালে মা বলছিলেন শরীর ঠিক নেই। আমি মানা করেছিলাম অফিস যেতে। কিন্তু বলেছিলেন আজ বিশেষ কাজ আছে তাই যেতেই হবে। এরপর ক্যাব বুক করে দেই। কিছুক্ষন পর পুলিশ জানায় ওনার মৃত্যু হয়েছে। মা আমার বারণ শুনলেন না। "দেহটি ময়না তদন্ত জন্য পাঠানো হবে।পুলিশ সূত্রে খবর, ক্যাব চালক সার্জেন্টকে জানানো মাত্র মহিলাকে নিয়ে বাইপাসের ধারে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে ওই মহিলার। ক্যাব চালক ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অসুস্থতার জন্য মৃত্যু বলে অনুমান পুলিশের। ওই মহিলার কীভাবে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে। অসুস্থতা নাকি অন্য কোন রহস্য? খতিয়ে দেখছে মানিকতলা থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: 'ম্যাডাম শুনছেন...', চালকের ডাকে সাড়া নেই, কলকাতায় অ্যাপ ক্যাবে মহিলার মৃতদেহ!
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement