দিনে কতক্ষণ হাঁটলে শরীর ‘ফিট’ থাকে? সকাল না সন্ধ্যা, কোনটা হাঁটার ‘ঠিক’ সময়? জানুন চিকিৎসকের পরামর্শ
জানা গিয়েছে, বাকুলিয়া রাজেন্দ্রনাথ ইনস্টিটিউশনের একাদশ শ্রেণির ছাত্রী আফসানা সোমবার স্কুলে পরীক্ষা দিচ্ছিল। সেখানেই পরীক্ষার সময় বন্ধুর খাতা দেখে লেখার চেষ্টা করছিল সে। সেই মুহূর্তেই শিক্ষিকার নজরে আসে বিষয়টি। অভিযোগ, সঙ্গে সঙ্গেই শিক্ষিকা দু’জনের খাতা কেড়ে নেন এবং পরীক্ষার শেষ মুহূর্তে ওই দুই ছাত্রীকে হল থেকে বের করে দেন।
advertisement
অতিরিক্ত ঘাম হচ্ছে? কোন ভিটামিনের ঘাটতি শরীরে, জানলে চমকাবেন! বড় ক্ষতির আশঙ্কা আছে কি?
এই সবজিগুলো খেলেই মাথায় ওঠে ‘ফিতাকৃমি’! ঘিলু ছেঁচে খায়…অসহ্য যন্ত্রণা, বমি! কী ভাবে টের পাবেন?
এরপরই বাড়ি ফিরে আসে আফসানা। বিকেল নাগাদ পরিবারের সদস্যরা দেখেন, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাঁরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। যদিও এখনও পর্যন্ত শিক্ষিকা বা স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের অভিযোগ, স্কুলের অপমান সহ্য করতে না পেরে চরম পথ বেছে নিয়েছে আফসানা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নবকুমার দাস