কখনও ‘সেভ ওয়াটার, সেভ লাইফ’, কখনও বা কন্যা সন্তান রক্ষার বার্তা নিয়ে ছুটেছেন তিনি হাজার হাজার কিলোমিটার। কখনও নিজেই গাড়ি চালিয়ে পাড়ি দিয়েছেন ১৪ হাজার কিলোমিটার পথ। পথ চলার ফাঁকে থেমে বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলে তুলে ধরেছেন তাঁর বার্তা। সেরকমই এবার তিনি বিশেষ বার্তা নিয়ে রওনা দিয়েছেন লাদাখের উদ্যেশ্যে। শিক্ষিকা সুতপা দাস জানিয়েছেন, “পহেলগাঁওয়ের ঘটনা খুবই ভয়ানক এবং বেদনাদায়ক। এই ধরনের ঘটনা যেন সারা পৃথিবীতে কোথাও না হয়, সেই বার্তা নিয়ে আমার এবারের মিশন লাদাখ।”
advertisement
সোমবার পূর্বস্থলীর হেমায়েতপুর মোড় থেকে স্কুটি নিয়ে একাই রওনা দিয়েছেন সুতপা দাস, গন্তব্য লাদাখ। এবার তাঁর বার্তা সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সম্প্রতি কাশ্মীরে ঘটে যাওয়া জঙ্গি হানায় নিরীহ মানুষের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ সুতপা। তাই এবার তাঁর স্কুটির সামনেই ঝোলানো ‘সন্ত্রাসবাদ বন্ধ হোক’ বার্তাসংবলিত প্ল্যাকার্ড। তাঁর সঙ্গী হিসাবে সঙ্গে রয়েছে শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ এবং পোশাক। পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন প্রায় ৫০০ কিমি স্কুটি চালিয়ে এগিয়ে যাবেন তিনি।
মহিলা হয়ে একা এই বিপদসঙ্কুল যাত্রা নিঃসন্দেহে অনন্য সাহসিকতার পরিচয় বহন করে। এই ধরনের দৃষ্টান্ত শুধু সমাজকে অনুপ্রাণিত করে না, বরং শিক্ষকের ভূমিকা যে শ্রেণিকক্ষ পেরিয়ে বৃহত্তর সমাজেও প্রভাব ফেলতে পারে তারও এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন সুতপা দাস। তাঁর এই সাহসিকতা এবং সমাজসচেতনতামূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
বনোয়ারীলাল চৌধুরী