যোগ্য-অযোগ্য কাণ্ডে কোর্টের নির্দেশে চাকরি চলে যায় পাঁশকুড়ার সন্তোষ কুমার মণ্ডলের। মানসিক চাপ সহ্য করতে না পেরে কোলাঘাটের আড়িশান্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের গতকালই মৃত্যু হয়। মৃত্যু হয়েছে পাঁশকুড়ার শিক্ষক সন্তোষ কুমার মণ্ডলের। পরিবারের দাবি, যোগ্য-অযোগ্য কাণ্ডের জেরে কোর্টের নির্দেশে চাকরি চলে যায়। তখন থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
advertisement
সংসার চালাতে টিউশন পড়ানো শুরু করেন। পাশাপাশি, রাত জেগে SSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। হঠাৎ করে বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে মেচগ্ৰামে, পরে কলকাতার এক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তাঁর মৃত্যু হয়। সোমবার মৃত শিক্ষকের পরিবারের পাশে দাঁড়ান পূর্ব মেদিনীপুর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতি সংগঠন।
আরও পড়ুন: জিম না করে শুধু খাবার চিবিয়ে খাওয়ার ‘ফর্মুলা’ বদলে ২১ দিনে ওজন কমালেন মাধবন! দেখলে চেনা দায়
তাঁদের দাবি, রাজ্য সরকারের গাফিলতিতে শিক্ষকের চাকরি গিয়েছিল। সেজন্য তাঁর মৃত্যুর দায় নিতে হবে রাজ্য সরকারকে। এবং রাজ্য সরকারকে পরিবারের পাশে থাকা এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরকার এবং মুখ্যমন্ত্রীর দফতরে ডেপুটেশন-সহ আন্দোলন করা হবে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর শিক্ষক সমিতি।
সুজিত ভৌমিক