TRENDING:

Birbhum News: রাতের অন্ধকারে চলে কাজ, সকালে হাত দিতেই সে-কি কাণ্ড! রাস্তার কাজ দেখে অবাক বাসিন্দারা

Last Updated:

Birbhum News: ২৪ ঘণ্টা না পেরোতেই রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচ! বিক্ষোভ গ্রামবাসীদের। মূলত নিম্নমানের সামগ্রী দিয়ে রাতের অন্ধকারে কাজ করার অভিযোগ তোলা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বীরভূমের তারাপীঠ থেকে ময়ূরেশ্বর যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজে বেনিয়মের অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। রাতের অন্ধকারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার করা হয়েছে, এই অভিযোগে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দারা দেখেন, হাত দিতেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। তারা পিচের কিছু অংশ হাত দিয়েই তুলে ফেলে দেন।
রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচ
রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচ
advertisement

গুণগত মান বজায় রেখে রাস্তা সংস্কারের দাবি জানান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূমের তারাপীঠ থেকে ময়ূরেশ্বর যাওয়ার ২৬ কিমি রাস্তা বেহাল হয়ে পড়েছিল। কিছুদিন আগে কয়েক কোটি টাকা ব্যয়ে সেই রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে পিডব্লুডি রোডস। যার কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। বাসিন্দাদের একাংশের অভিযোগ, ময়ূরেশ্বর হাইস্কুল সংলগ্ন দু’কিমি রাস্তা অত্যন্ত বেহাল হয়ে পড়েছিল।

advertisement

আরও পড়ুন: ‘বিষ’ ঢুকেছে কবিগুরুর শান্তিনিকেতনে! সমস্যায় পর্যটক থেকে সাধারণ মানুষেরা, কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

কাজের বরাত অনুযায়ী রাস্তার দু’পাশে চওড়া নিকাশি নালাও সম্প্রসারণ করা হবে।কিন্তু রাতারাতি রাস্তার দুপাশে তৃণমূলের বুথ সভাপতি থেকে কর্মীরা জবরদখল করে বসে পড়ে, কোন নিকাশি নালা হয়নি বলে অভিযোগ। সে নিয়ে গ্রামের কৃষক থেকে পঞ্চায়েতের প্রতিনিধিরা ময়ূরেশ্বর দুই ব্লকের বিডিওকে স্মারকলিপি দেয়। এরই মধ্যে রবিবার রাতে পিচ ঢেলে নির্ধারিত রাস্তার মাপে সম্প্রসারণ করে চলে যায় রাস্তা তৈরির ঠিকাদার সংস্থা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এলাকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাস্তা একবারই তৈরি হয়, আর সেই রাস্তা যদি ঠিকভাবে সংস্কার না করা হয় তাহলে সমস্যায় পড়তে হবে গ্রামবাসীদের। রাস্তা খারাপের ফলে ঘটে যেতে পারে দুর্ঘটনা। তাই অবিলম্বে সঠিকভাবে আবার রাস্তা সংস্কার করা হোক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: রাতের অন্ধকারে চলে কাজ, সকালে হাত দিতেই সে-কি কাণ্ড! রাস্তার কাজ দেখে অবাক বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল