TRENDING:

Tarapith Temple: ১ পৌষ থেকে বদলাচ্ছে তারাপীঠ মন্দিরের নিয়ম! কীভাবে পুজো দেবেন, প্রবেশে কী কী নিষেধাজ্ঞা? না জানলে বড় সমস্যা

Last Updated:

Tarapith Temple New Rules: পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে একদিকে যখন সুনির্দিষ্ট লাইনের ব্যবস্থা করা হয়েছে, সেখানেই মা তারার গর্ভগৃহে মোবাইল প্রবেশ নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তারাপীঠঃ পর্যটকদের কাছে তারাপীঠ মানে এক অন্যতম ভ্রমণের তীর্থস্থান।প্রত্যেকদিন এই তারাপীঠ মন্দিরে কয়েক হাজার পর্যটকদের সমাগম ঘটে। দেশ ছাড়িয়ে বিদেশের পর্যটকেরাও এখানে ছুটে আসেন। আর বিভিন্ন সময় একাধিক অভিযোগের সম্মুখীন হয়েছে এই বীরভূমের তারাপীঠ মা তারার মন্দির। যেখানে অভিযোগ করেছেন পর্যটকেরা। আর সেই কারণেই পৌষ মাসের এক তারিখ থেকে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে মা তারার মন্দির নিয়ে।
advertisement

পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে একদিকে যখন সুনির্দিষ্ট লাইনের ব্যবস্থা করা হয়েছে, সেখানেই মা তারার গর্ভগৃহে মোবাইল প্রবেশ নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমানে তারাপীঠ মন্দিরে চালু করা হয়েছে প্রটোকল গেট। তারাপীঠ মা তারার মন্দির ভ্রমণে আগত কমবেশি সকল পর্যটক দেখেছেন সেই গেট।

আরও পড়ুনঃ লিভারের তাপমাত্রা বেশি? পচন ধরতে শুরু করেছে! ৯৯% মানুষের একটা ভুলেই ঘটছে সর্বনাশ, আপনার শরীরে ‘এই’ লক্ষণ রয়েছে?

advertisement

তবে সেই গেট আসলে কী! মন্দির কমিটির সূত্রে জানা গিয়েছে, এই প্রটোকল গেটের মাধ্যমে প্রবেশ করতে পারবেন ভিআইপি এবং ভিভিআইপি মানুষ। অন্তত এতদিন এই নিয়ম জারি ছিল। তবে জুন মাসের এক তারিখ থেকে সেই নিয়ম আরও কিছুটা বদল হচ্ছে।

View More

আরও পড়ুনঃ ছারখার শরীর, পুরুষদের মধ্যে জেট গতিতে থাবা বসাচ্ছে ৩ ক্যানসার! ‘এই’ লক্ষণ দেখা দিলে সর্বনাশ, কখন ডাক্তারের কাছে যাবেন?

advertisement

প্রটোকল গেটের মাধ্যমে এতদিন প্রবেশ করতে পারতেন সরকারের অধীনে থাকা বিশিষ্টজনেরা। তবে এনাদের বাইরেও এমন অনেক বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন যারা হয়তো সরকারের অধীনে নেই, তবে তারাও কোথাও গিয়ে যেন সমাজের কর্মী এবং বিশিষ্ট ব্যক্তি। তাদের কথা চিন্তা করেই এক নতুন নিয়ম জারি করা হচ্ছে তারাপীঠ মা তারা মন্দিরে।

এ বিষয়ে তারাপীঠ মন্দিরের এক সেবায়েত তারকনাথ রায় জানান, “সামনের মাসের ১ তারিখ থেকে এরকম নিয়ম জারি করার পরিকল্পনা রয়েছে, তবে কতটা সেটা সাফল্যমন্ডিত হবে সেটা এখন দেখার। আগে সাফল্যমন্ডিত হোক তারপরে পুরো বিষয়টা জানাবেন সকল পর্যটকদের উদ্দেশ্যে। তবে যেই নিয়ম জারি করা হবে সেটা পুরোটাই সাধারণ পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে করা হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarapith Temple: ১ পৌষ থেকে বদলাচ্ছে তারাপীঠ মন্দিরের নিয়ম! কীভাবে পুজো দেবেন, প্রবেশে কী কী নিষেধাজ্ঞা? না জানলে বড় সমস্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল