পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে একদিকে যখন সুনির্দিষ্ট লাইনের ব্যবস্থা করা হয়েছে, সেখানেই মা তারার গর্ভগৃহে মোবাইল প্রবেশ নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমানে তারাপীঠ মন্দিরে চালু করা হয়েছে প্রটোকল গেট। তারাপীঠ মা তারার মন্দির ভ্রমণে আগত কমবেশি সকল পর্যটক দেখেছেন সেই গেট।
advertisement
তবে সেই গেট আসলে কী! মন্দির কমিটির সূত্রে জানা গিয়েছে, এই প্রটোকল গেটের মাধ্যমে প্রবেশ করতে পারবেন ভিআইপি এবং ভিভিআইপি মানুষ। অন্তত এতদিন এই নিয়ম জারি ছিল। তবে জুন মাসের এক তারিখ থেকে সেই নিয়ম আরও কিছুটা বদল হচ্ছে।
প্রটোকল গেটের মাধ্যমে এতদিন প্রবেশ করতে পারতেন সরকারের অধীনে থাকা বিশিষ্টজনেরা। তবে এনাদের বাইরেও এমন অনেক বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন যারা হয়তো সরকারের অধীনে নেই, তবে তারাও কোথাও গিয়ে যেন সমাজের কর্মী এবং বিশিষ্ট ব্যক্তি। তাদের কথা চিন্তা করেই এক নতুন নিয়ম জারি করা হচ্ছে তারাপীঠ মা তারা মন্দিরে।
এ বিষয়ে তারাপীঠ মন্দিরের এক সেবায়েত তারকনাথ রায় জানান, “সামনের মাসের ১ তারিখ থেকে এরকম নিয়ম জারি করার পরিকল্পনা রয়েছে, তবে কতটা সেটা সাফল্যমন্ডিত হবে সেটা এখন দেখার। আগে সাফল্যমন্ডিত হোক তারপরে পুরো বিষয়টা জানাবেন সকল পর্যটকদের উদ্দেশ্যে। তবে যেই নিয়ম জারি করা হবে সেটা পুরোটাই সাধারণ পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে করা হবে।”
সৌভিক রায়