TRENDING:

Tarapith Rath Yatra Train: রথযাত্রায় সহজেই যাওয়া যাবে তারাপীঠ! চলতে পারে স্পেশ্যাল ট্রেন! যা যা পদক্ষেপ নিল মন্দির কমিটি

Last Updated:

Tarapith Rath Yatra Train: স্পেশাল ট্রেন চালানোর জন্য ডিআরএমের কাছে ই-মেল মারফৎ আবেদন জানাল তারাপীঠ মন্দির কমিটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: চলতি সপ্তাহের শুক্রবার রথযাত্রা। তারাপীঠে ব্যতিক্রমী রথের দড়িতে টান দিতে দূর দুরান্ত থেকে ভক্তরা ভিড় জমান। অন্যান্য জায়গায় শহর পরিক্রমায় বের হন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। তবে তারাপীঠের তারা মা রথের দিন রথে করে নগর পরিক্রমা করে থাকেন। আর ব্যতিক্রমী সেই রথ দেখতে প্রতি বছরই ভিড় বাড়ছে।তাই রথযাত্রার দিন হাওড়া ও শিয়ালদহ থেকে রামপুরহাট পর্যন্ত স্পেশাল ট্রেন চালানোর জন্য ডিআরএমের কাছে ই-মেল মারফৎ আবেদন জানাল তারাপীঠ মন্দির কমিটি।
advertisement

মন্দির কমিটির মতে, পর্যটকদের সুবিধার জন্যই এই আবেদন। সেই সঙ্গে রেলেরও আয় বাড়বে। বীরভূমের তারাপীঠে সবচেয়ে বড় উৎসব কৌশিকী অমাবস্যা। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে এই তীর্থভূমিতে। কয়েক বছর ধরে এই তিথিতে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত স্পেশাল ট্রেন চালায় পূর্ব রেল। কিন্তু দেবীর ব্যতিক্রমী – রথযাত্রায়ও পর্যটকদের ভিড় হয়। দেবীর রথের দড়িতে টান দিতে দুরদূরান্ত থেকে ভক্তরা অধিকাংশই আসেন রেলপথে।

advertisement

আরও পড়ুন: টাকা না দিয়ে ৪২ হাজার টাকার মোবাইল হাতানোর ধান্দা! যুবকের ‘চাল’ দেখে অবাক খোদ কোম্পানির ডেলিভারি বয়! বাকিটা ইতিহাস…

বহু পর্যটক এই তিথিতে আসার জন্য – অগ্রিম টিকিট বুকিং করে রাখেন। ফলে যারা পরে বুক করতে যান তারা সমস্যায় পড়েন। সেক্ষেত্রে তীর্থভূমিতে আসার ক্ষেত্রে হয়রানির মুখে পড়তে হয় বহু পর্যটককে। তাই রেলের কাছে রথযাত্রা উৎসবের সময় হাওড়া ও শিয়ালদহ থেকে রামপুরহাট পর্যন্ত স্পেশাল ট্রেন চালানোর আবেদন জানাল – মন্দির কমিটি। তারাপীঠের অনেকেরই আশা এইবছর রথযাত্রার দিন ব্যাপক ভক্ত সমাগম হবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অনেকের এইসময় তারাপীঠে আসার ইচ্ছে থাকলেও ট্রেনের টিকিট না পাওয়ায় সমস্যায় পড়েন। স্পেশাল ট্রেন চললে অনেকেই এই তিথিতে দেবীর রথে চড়ে পরিক্রমার দৃশ্য দর্শন করে পুজো দিতে পারবেন। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, “তারাপীঠে ব্যতিক্রমী রথযাত্রা দেখতে প্রতি বছরই ভিড় বাড়ছে। এবছর সেই ভিড় আরও বাড়বে। এমনিতেই এবছর শুক্রবার রথযাত্রা। পরের দু’দিন ছুটি। তাই ভক্তদের সুবিধার্থে রেলের কাছে আবেদন জানালাম। অতিরিক্ত ট্রেন দিলে একদিকে যেমন পর্যটকদের সুবিধা হবে ঠিক তেমনই তারাপীঠ হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে মন্দির কমিটি এবং রেলেরও আয় বাড়বে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarapith Rath Yatra Train: রথযাত্রায় সহজেই যাওয়া যাবে তারাপীঠ! চলতে পারে স্পেশ্যাল ট্রেন! যা যা পদক্ষেপ নিল মন্দির কমিটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল