মন্দির কমিটির মতে, পর্যটকদের সুবিধার জন্যই এই আবেদন। সেই সঙ্গে রেলেরও আয় বাড়বে। বীরভূমের তারাপীঠে সবচেয়ে বড় উৎসব কৌশিকী অমাবস্যা। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে এই তীর্থভূমিতে। কয়েক বছর ধরে এই তিথিতে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত স্পেশাল ট্রেন চালায় পূর্ব রেল। কিন্তু দেবীর ব্যতিক্রমী – রথযাত্রায়ও পর্যটকদের ভিড় হয়। দেবীর রথের দড়িতে টান দিতে দুরদূরান্ত থেকে ভক্তরা অধিকাংশই আসেন রেলপথে।
advertisement
বহু পর্যটক এই তিথিতে আসার জন্য – অগ্রিম টিকিট বুকিং করে রাখেন। ফলে যারা পরে বুক করতে যান তারা সমস্যায় পড়েন। সেক্ষেত্রে তীর্থভূমিতে আসার ক্ষেত্রে হয়রানির মুখে পড়তে হয় বহু পর্যটককে। তাই রেলের কাছে রথযাত্রা উৎসবের সময় হাওড়া ও শিয়ালদহ থেকে রামপুরহাট পর্যন্ত স্পেশাল ট্রেন চালানোর আবেদন জানাল – মন্দির কমিটি। তারাপীঠের অনেকেরই আশা এইবছর রথযাত্রার দিন ব্যাপক ভক্ত সমাগম হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনেকের এইসময় তারাপীঠে আসার ইচ্ছে থাকলেও ট্রেনের টিকিট না পাওয়ায় সমস্যায় পড়েন। স্পেশাল ট্রেন চললে অনেকেই এই তিথিতে দেবীর রথে চড়ে পরিক্রমার দৃশ্য দর্শন করে পুজো দিতে পারবেন। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, “তারাপীঠে ব্যতিক্রমী রথযাত্রা দেখতে প্রতি বছরই ভিড় বাড়ছে। এবছর সেই ভিড় আরও বাড়বে। এমনিতেই এবছর শুক্রবার রথযাত্রা। পরের দু’দিন ছুটি। তাই ভক্তদের সুবিধার্থে রেলের কাছে আবেদন জানালাম। অতিরিক্ত ট্রেন দিলে একদিকে যেমন পর্যটকদের সুবিধা হবে ঠিক তেমনই তারাপীঠ হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে মন্দির কমিটি এবং রেলেরও আয় বাড়বে।”
সৌভিক রায়