Birbhum News: টাকা না দিয়ে ৪২ হাজার টাকার মোবাইল হাতানোর ধান্দা! যুবকের 'চাল' দেখে অবাক খোদ কোম্পানির ডেলিভারি বয়! বাকিটা ইতিহাস...

Last Updated:

Birbhum News: অ্যাপের মাধ্যমে ৪২ হাজার ১০৮ টাকার মোবাইল ফোন অর্ডার দেয় যুবক, সেই ফোন হাতানোর ধান্দায় যা করল শুনলে আপনিও অবাক হয়ে যাবেন।

+
পুলিশের

পুলিশের হাতে ধৃত অভিযুক্ত যুবক

বীরভূম: অনলাইনের মাধ্যমে টাকা পয়সা প্রতারণা এ নতুন কিছু না। কিন্তু ধরুন আপনি অনলাইনের মাধ্যমে একটি মোবাইল ফোন অর্ডার দিলেন আর সেই মোবাইল ফোনের সঙ্গেই প্রতারণা হয় তাহলে! এই মোবাইল ফোন গ্রাহকের সঙ্গে প্রতারণা করেননি, কোন ডেলিভারি বয় না, বরং যিনি মোবাইল ফোনটি অর্ডার দিয়েছিলেন তিনি নিজেই একজন প্রতারক। ঠিকানা বদলে মোবাইল হাতাতে গিয়ে ধরা পড়ল দ্বাদশ শ্রেণির এক ছাত্র। এর পরেই সেই স্কুল ছাত্রকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, বীরভূমের লাভপুর থানার এই গ্রাম মূলত তাঁত শিল্পের জন্য বিখ্যাত। আর এই গ্রামের বাসিন্দা ধৃত। অভিযুক্ত একটি অ্যাপের মাধ্যমে ৪২ হাজার ১০৮ টাকার মোবাইল ফোন অর্ডার দেয়। ঠিকানা দেয় সিউড়ির টিনবাজারের রামকৃষ্ণ আশ্রম। ওখানে সে কয়েক বছর থেকেছে। কোম্পানির ডেলিভারি বয় রবিবার সকালে আশ্রমের সামনে ক্রেতার দেওয়া ঠিকানা মত হাজির হয়। ডেলিভারি বয় নীল বাগদির দাবি, “ফোনটি হাতে নিয়ে মহারাজকে দেখাতে নিয়ে যাওয়ার দাবি করে ক্রেতা। আমি এত টাকার জিনিস ছাড়িনি। কিন্তু বাইক স্ট্যান্ড করার ফাঁকে ফোনের বক্স ছিনিয়ে সে দৌড় লাগায়।”
advertisement
advertisement
যেহেতু অভিযুক্ত সেখানে কয়েক বছর থেকে ছিল তাই এলাকা পরিচিত তার। তাই অলিগলি দিয়ে ছুটতে থাকে সে। কিন্তু একটি গলিতে ঢুকে আটকে পড়ে। ধরা পড়ে গেলে কোম্পানির লোক তাকে তুলে নিয়ে তাদের অফিসে যায়। ধৃতের কাছে আরও তিনটি মোবাইল উদ্ধার হয়। যদিও তার দাবি, সেগুলি মা, মামার দেওয়া মোবাইল।কিন্তু একটা ভাল মোবাইল দরকার ছিল তাই এই চুরির ফাঁদ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অ্যাপস কোম্পানির কর্মীরা জানান, কিছুতেই নিজের পরিচয় ও ফোন নম্বর দিতে চাইছিল না অভিযুক্ত। বিভিন্ন সময় বাড়ির বিভিন্ন ঠিকানা জানাচ্ছিল সে। তবে সে জানায় এটাই তার প্রথম কারসাজি। যদিও এর আগে একবার এই প্রতারণার ফাঁদ পেতে একটি মোবাইল ফোন অর্ডার দিয়েছিল। তবে কিছু কারণবশত সেই মোবাইল ফোনটি ক্যান্সেল হয়ে যায়। আবার সে অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোন অর্ডার করে। হাতেনাতে ধরা পড়ার পর তাকে সিউড়ি থানার পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: টাকা না দিয়ে ৪২ হাজার টাকার মোবাইল হাতানোর ধান্দা! যুবকের 'চাল' দেখে অবাক খোদ কোম্পানির ডেলিভারি বয়! বাকিটা ইতিহাস...
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement