স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই তারানগর গ্রামে গঙ্গা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনের ফলে তারানগর গ্রামের পরিস্থিতি খুবই খারাপ বর্তমানে। বহু মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন, কারণ নদীগর্ভে তাদের জমি, বাড়ি, বাগান সব তলিয়ে যাচ্ছে। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, গ্রামে ভাঙনের জেরে রঘুনাথগঞ্জ ও লালগোলার মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তা ইতি মধ্যেই তলিয়ে গিয়েছে। হাসপাতাল হোক বা বাজারে এখন যেতে প্রবল সমস্যায় পড়তে হয়েছে।
advertisement
আরও পড়ুন: মালদহ, মুর্শিদাবাদের ভাঙ্গন রুখতে রিপোর্ট তৈরির কাজ শুরু, অর্থ দেবে কে? কেন্দ্রের সাহায্য?
স্থানীয় বাসিন্দারা জানান, তার পাঁচ বিঘা জমি ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে। নদী ভাঙনের কারণে গ্রামটিতে বসবাস করা কঠিন হয়ে পড়েছে, তাই অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। অন্যদিকে গ্রামের রাস্তা বাঁশ দিয়ে ব্যারিকেট করে রাখা হয়েছে ।ফলে অনেক ঘুরে গ্রামে প্রবেশ করতে হচ্ছে।
আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে অঘটন! ডুয়ার্সে হড়পা বানের তাণ্ডব, পাহাড়ি নদীতে তলিয়ে গেল আস্ত ট্রাক্টর!
তবে এই ভাঙন শুধু তারানগরেই নয়। তারা নগর তার পার্শ্ববর্তী রাধাকৃষ্ণপুর, দুরভপুর থেকে রানীনগর সর্বত্রই এখন ভাঙন আতঙ্ক। তবে গ্রামের রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পর আতঙ্ক আরও গ্রাস করছে সকলের মনেই।





