Murshidabad News: খড়গ্রামে কালীপুজোতে শতাব্দী রায়! বীরভূমের সাংসদ এবং অভিনেত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত মানুষ
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Kali Puja 2025: মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম খড়গ্রামের পাতডাঙ্গা গ্রামে কালীপুজো উপস্থিত সাংসদ শতাব্দী রায়। প্রিয় অভিনেত্রীকে একবার দেখার জন্য জনপ্লাবন তৈরি হয় বুধবার সন্ধ্যায়।
advertisement
advertisement
advertisement
শতাব্দী রায় বলেন, "খড়গ্রামের এই গ্রামে এসে আজকে আমি খুবই আনন্দিত। আমি বীরভূমের সাংসদ, তবুও খড়গ্রামে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। এখন পরিবার ছোট হয়ে গিয়েছে বর্তমান দিনে। আগে কাকা, জেঠা, দাদু নিয়ে ছোট্ট শিশুরা বড় হত। এখন বাবা ও মায়ের কাছে বড় হচ্ছে। ভালবাসাকে সামলে রাখুন, ভালবাসা এগিয়ে নিয়ে যাওয়া এখন আমাদের মুল লক্ষ্য"।
advertisement
