TRENDING:

Rabindranath Tagore: রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস পাশাপাশি

Last Updated:

Rabindranath Tagore: ১৩২৫-এর আশ্বিন, ১৯১৮-য় প্রকাশিত হয় শান্তিনিকেতন প্রেসে মুদ্রিত প্রথম বই, রবীন্দ্রনাথের গানের দিনেন্দ্রনাথ ঠাকুরের করা স্বরলিপি-সহ সংকলন গীত-পঞ্চাশিকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বীরভূম জেলার মধ্যে বোলপুরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন স্মৃতি জড়িয়ে রয়েছে। তার মধ্যে অন্যতম কবিগুরুর ছাপাখানা। তবে সেই ছাপাখানা কয়েকবছর আগেই বন্ধ হয়েছিল। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, ১৯১৭-র ৮ জানুয়ারি আমেরিকার নেব্রাস্কা স্টেটের লিঙ্কন শহরে অলিভার থিয়েটারে রবীন্দ্রনাথ ঠাকুর ‘ন্যাশনালিজম’-এর উপরে বক্তৃতা দিয়েছিলেন। সেই দিনই লিঙ্কনের বাসিন্দারা রবীন্দ্রনাথকে একটি মুদ্রণযন্ত্র উপহার দেন। নাম ‘দ্য লিঙ্কন প্রেস’। উপহারটি মূলত ছিল বোলপুর শাস্তিনিকেতনের ছাত্রদের জন্য। যন্ত্রটির গায়ে ধাতুর পাতে খোদাই করা ছিল ‘প্রেজেন্টেড টু দ্য বয়েজ় অব শান্তিনিকেতন’। এর পরে গড়ে ওঠে শান্তিনিকেতনের ছাপাখানা।
advertisement

১৩২৫-এর আশ্বিন, ১৯১৮-য় প্রকাশিত হয় শান্তিনিকেতন প্রেসে মুদ্রিত প্রথম বই, রবীন্দ্রনাথের গানের দিনেন্দ্রনাথ ঠাকুরের করা স্বরলিপি-সহ সংকলন গীত-পঞ্চাশিকা। এরপরে বহু ঘটনার সাক্ষী এই ছাপাখানা। তবে ২০১৯ সালে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক সাতটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে ছাপাখানা বন্ধ করতে বলে। তাই শতাব্দী প্রাচীন বিশ্বভারতীর ছাপাখানাও বন্ধ হয়ে যায়। তবে থেকে আজও বন্ধ রয়েছে এই ছাপাখানা।

advertisement

আরও পড়ুন – Indentify Snake By The Bite Mark: সাপে কেটেছে দেখেই আতঙ্কিত! কী করে বুঝবেন কোন সাপ কামড়েছে, বিশেষজ্ঞ বলছেন দাগ দেখেই চেনা যায়

জানা যায় সেই সময় ,ছাপাখানা বিভাগে ম্যানেজার-সহ মোট ৩৯ জন কর্মী ছিলেন। এরপরে ছ’বছর কেটে গিয়েছে। বিশ্বভারতী সূত্রে খবর, লিঙ্কনের বাসিন্দাদের দেওয়া মুদ্রণযন্ত্রটি উত্তরায়ণে কোণার্ক বাড়ির বারান্দায় প্রদর্শনীর অঙ্গ হিসেবে রাখা হয়েছে। কিন্তু ছাপাখানার ভবনটি জীর্ণ হয়ে পড়েছে বলে অভিযোগ। অভিযোগ, বাড়িটির বিভিন্ন অংশে ফাটল ধরতে শুরু করেছে।

advertisement

View More

ছাপাখানার ভিতরে থাকা মুদ্রণযন্ত্র ও বই বাঁধানোর জিনিসপত্র নষ্ট হতে বসেছে। কিছু মূল্যবান জিনিস নষ্টও হয়ে গিয়েছে বলে অভিযোগ।বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, “বিশ্বভারতীর প্রেস বন্ধ হলেও আমাদের প্রকাশনা বন্ধ হয়নি। তবে এই ছাপাখানাটি কী করা যায় সে বিষেয়ও আগামিদিনে ভাবনাচিন্তা করা হবে।”সব মিলিয়ে সকলেই চাইছেন অন্ততপক্ষে ছাপাখানাটি আবার নিজের ছন্দে ফিরে আসুক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

Souvik Roy

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Rabindranath Tagore: রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস পাশাপাশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল