
শিবপুরে শুটআউট! হাওড়ার শিবপুরে অভিজাত আবাসনে গুলি চলেছে বলে জানা গিয়েছে৷ সামনে এসেছে গুলিবিদ্ধ মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ৷ শিবপুরের একটি আবাসনে ওই মহিলাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ৷ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি৷ ওই অভিজাত আবাসনের ডি ব্লকের ১৫ তলার ফ্ল্যাটে গুলিবিদ্ধ হন পুনম যাদব নামের ওই মহিলা। তাঁকে গুলি করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে৷ পারিবারিক অশান্তির জেরে গুলি বলে অনুমান। জানা গিয়েছে, শিবপুর থানার অদূরে ওই অভিজাত আবাসনে গুলি চলে৷ তবে কী কারণে গুলি তা এখনও স্পষ্ট হয়নি৷ তদন্তে শিবপুর থানার পুলিশ৷ হাসপাতালে ভর্তি পুনম যাদব নামের ওই মহিলা৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, হাওড়ার গুলিবিদ্ধ তরুণী পুনম যাদব বর্তমানে আইসিইউ-তে রয়েছে। গুলি তাঁর ডান দিকে মাথার পিছনে ছুঁয়ে বেরিয়ে যায়। তবে মাথায় ক্ষতচিহ্ন হয়েছে, রক্তক্ষরণ হয়েছে। বৃহস্পতিবার তাঁর অস্ত্রোপচার করতে পারেন চিকিৎসকের৷ তার আগে সিটি স্ক্যান সহ আরও বেশি কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে হাসপাতাল সূত্রের খবর৷ আলিপুর থানার পুলিশ এবং হাওড়া পুলিশ কমিশনারেট পুনমকে জিজ্ঞাসাবাদ করেছে৷ দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷
Last Updated: November 19, 2025, 23:56 ISTএই অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যেখানে ঐশ্বর্য রাই বচ্চন মঞ্চে উঠে সরাসরি প্রধানমন্ত্রী মোদির কাছে হেঁটে যান। এরপর তিনি প্রণাম করে তাঁর পা ছুঁয়েছেন। প্রধানমন্ত্রী মোদি প্রথমে ঐশ্বর্য সামনে হাত জোড় করেন তারপর তাঁর মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। এই ভিডিওটি ভাইরাল হয়েছে।
Last Updated: November 19, 2025, 20:33 ISTজেলা পাচ্ছে নতুন এসি লোকাল, এই নিয়ে তৃতীয় এসি লোকালের চাকা গড়াবে নদীয়া থেকে। তবে শীতকালে এসি লোকালের উদ্বোধনে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। অনেকেই মনে
Last Updated: November 19, 2025, 17:49 ISTছেলেমেয়েরা একজোট হয়ে গাইলেন গান, জ্বলে উঠল হাজার হাজার মোবাইলের টর্চ লাইট, জন্মদিনে জুবিন গর্গকে স্মরণ
Last Updated: November 18, 2025, 23:22 ISTYatri Sathi App: যাত্রী সাথী অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ্যাম্বুলেন্স, বিশেষ সুবিধা দুর্গাপুর-আসানসোলে
Last Updated: November 18, 2025, 20:39 ISTস্থানীয় মানুষের কাছে এখন তিনি পরিচিত ‘ভাইরাল কার্তিক’ নামে। জানা গিয়েছে, শখ থেকেই এই বহুরূপী রূপ ধারণ করেন বিপ্লববাবু। নিজের টোটো চালিয়েই হাবরার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান তিনি। কার্তিক ঠাকুরের অবয়বে ঘুরতে ঘুরতে শুধু আনন্দই দেন না, পাশাপাশি কার্তিক পুজোরও বার্তাও দেন। মানুষের মুখে হাসি ফোটাতেই তাঁর এই উদ্যোগ, এমনটাই জানালেন বিপ্লববাবু।
Last Updated: November 17, 2025, 16:43 IST