TRENDING:

Tara Maa In Tarapith: ’‍মা তারার কাছে পুজো দিতে এসেছিলাম, কিন্তু ফিরে যাচ্ছি চোখের জলে' কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কী হল

Last Updated:

Tara Maa In Tarapith: মন্দির চত্বর ও আশপাশের এলাকায় ছিল প্রায় শতাধিক সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের নজরদারি চলছিল লাগাতার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: ’‍মা তারার কাছে পুজো দিতে এসেছিলাম, কিন্তু ফিরে যাচ্ছি চোখের জলে।’ এমনটাই আক্ষেপের সুর শোনা গেল বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে কৌশিকী অমাবস্যার পুজো দিতে আগত হাজার হাজার পর্যটকদের মুখে। কৌশিকী অমাবস্যার পুজো উপলক্ষে শুক্রবার ভোর থেকে কয়েক লক্ষ ভক্ত ভিড় করেছিলেন সিদ্ধপীঠ তারাপীঠে। কিন্তু ভক্তি ও বিশ্বাসের এহেন জায়গায় ঘটে গেল একাধিক চুরির ঘটনা। ভক্তদের অভিযোগ, শতাধিক দর্শনার্থীর কাছ থেকে সোনার চেন ও অন্যান্য দামী সামগ্রী ছিনতাই হয়েছে।
advertisement

ভুক্তভোগী ভক্তরা জানিয়েছেন, কারও ১২৪ গ্রামের সোনার চেন, কারও আবার ২.৫ লক্ষ টাকার মূল্যের গয়না, আবার কারও ৫২ হাজার, ৮০ হাজার, ১ লক্ষ টাকার সামগ্রী উধাও হয়ে গেছে। এমনকি ১২ লক্ষ টাকার সোনার চেন চুরি যাওয়ার অভিযোগও উঠে এসেছে। মা তারার এই তীর্থস্থানে শুধু বাঙালি নয়, ঝাড়খণ্ড ও বিহার থেকে আগত বহু ভক্ত এই ঘটনার শিকার হয়েছেন। তাঁদের অভিযোগ, কয়েক হাজার পুলিশ কর্মী এই অমাবস্যা উপলক্ষে তারাপীঠ গোটা চত্বর জুড়ে নিযুক্ত থাকলেও পুলিশের নাখের ডগা থেকে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

advertisement

আরও পড়ুন – Minor Girl Rescued: কিশোরীকে মেসেজের পর মেসেজ! চাকরি করবে নাকি, তারপর যা যা হল

একাধিক ভক্তের বক্তব্য “আমাদের সঙ্গে এমন ঘটনা ঘটল, অথচ পুলিশের ভূমিকা খুবই হতাশাজনক।” অভিযোগকারীদের দাবি, শতাধিক দর্শনার্থীর সামগ্রী এইভাবে চুরি হয়েছে। যদিও এই বিষয়ে বীরভূম জেলা পুলিশ সুপার জানিয়েছেন “আমরা ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করেছি, কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে। তদন্ত চলছে।”

advertisement

তবে এত বড় নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও কীভাবে এই ঘটনা ঘটল, সেই নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ ভক্তরা। কৌশিকী অমাবস্যার মতন দিনে তারাপীঠে ছিল বিশাল পুলিশ মোতায়েন। মন্দির চত্বর ও আশপাশের এলাকায় ছিল প্রায় শতাধিক সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের নজরদারি চলছিল লাগাতার। তবুও একসঙ্গে এতগুলি চুরির ঘটনা ঘটল কীভাবে সেই প্রশ্নে ক্ষোভ প্রকাশ করছেন আগত মা  তারার ভক্তরা। অনেক ভক্তের বক্তব্য “মা তারার কাছে পুজো দিতে এসেছিলাম, কিন্তু ফিরে যাচ্ছি চোখের জলে। ভক্তদের নিরাপত্তাই যদি না থাকে, তাহলে এত বড় আয়োজনের মানে কী?” এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Souvik Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tara Maa In Tarapith: ’‍মা তারার কাছে পুজো দিতে এসেছিলাম, কিন্তু ফিরে যাচ্ছি চোখের জলে' কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কী হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল