এখন প্রশ্ন জাগতে পারে, বীরভূমের কোথায় রয়েছে এই তাঁত গ্রাম? লাভপুরের আবাডাঙ্গা গ্রামে তাঁত শিল্পীদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে একটি বিশাল আকারের হ্যান্ডলুম ঘর। সেখানে অনেক তাঁত শিল্পী একসঙ্গে তাঁত বুনতে পারছেন।
আরও পড়ুনঃ চলন্ত অবস্থায় দু’টুকরো হয়ে গেল ট্রেলার! স্তব্ধ গাড়ি চলাচল, জাতীয় সড়কে বিরাট দুর্ঘটনা
advertisement
তাঁত মূলত একটি কুটির শিল্প। নদিয়ার শান্তিপুর ও হুগলির ধনেখালি মূলত তাঁত শিল্পের পীঠস্থান বলে চিহ্নিত হলেও এর বাইরেও বিভিন্ন জায়গার মানুষের জীবন জীবিকা এই তাঁত শিল্প ঘিরে রয়েছে। বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত এই গ্রামে এখনও পর্যন্ত প্রায় ১৫০টি ঘরের মানুষের মূল জীবিকা এই তাঁত শিল্প। বাপ-ঠাকুরদার আমল থেকে চলে আসা এই শিল্পকে এখন তাঁরা মূলত পেটের দায়ে টিকিয়ে রেখেছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আবাডাঙ্গার তাঁত শিল্পীদের কথায়, পরিবারের আদি জীবিকা এই তাঁত শিল্প। প্রায় ৭০-৮০ বছর ধরে তাঁদের পরিবার তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। তবে তাঁরা মূলত নিরুপায় হয়ে এই শিল্পে এসেছেন। পড়াশুনা করেও কোনও চাকরি না মেলায়, তাঁরা জীবিকা হিসেবে এই পথ বেছে নিয়েছেন।