TRENDING:

Nadia News: জনপ্রিয় রিয়ালিটি শো-এ প্রথম! জয়জয়কার নদিয়ার মদনপুরের মেয়ের

Last Updated:

রবিবার রাত্রে যখন ঘোষণা হয় অঝোরে কাঁদতে থাকেন তার মা দিদি মা এবং আত্মীয় স্বজনেরা 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: একটি জনপ্রিয় রিয়ালিটি শো এর চ‍্যাম্পিয়ন কল‍্যানী ব্লকের মদনপুর এক নম্বর জিপির গোবিন্দনগরে দিয়াশিনী রায়। ছোটবেলা থেকেই গান-বাজনার সঙ্গে পুরো পরিবারই জড়িত বাবা একজন মিউজিসিয়ান দেবানন্দ রায়, মা অর্পিতা রায় একজন নৃত্যশিল্পী।
advertisement

নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয়নি, মেয়ের চোখেই ফের স্বপ্ন দেখা শুরু দিয়াশিনির মায়ের। ১০ বছর বয়স থেকে মায়ের হাত ধরে ললিতকলা সংগীত একাডেমীতে ভর্তি হয় সে। অনেক ঝড় ঝাপটা অতিক্রম করে আস্তে আস্তে করে উন্নতির শিখরে পৌঁছতে থাকে।

আরও পড়ুন: ছোট্ট ছোট্ট দানাই ঝড়ের গতিতে কমায় ওজন! ক্যানসারের সঙ্গে লড়াই করে, হার্ট ভাল রাখে, মোটেই অবহেলা করবেন না এই মশলা

advertisement

প্রথমে অন্য একটি গানের অনুষ্ঠান থেকে শুরু করে সেটি অতিক্রম করে ২০২৪ -২৫ সালে অন্য একটি জনপ্রিয় গানের অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হয় মদনপুরে দিয়াশিনী রায়। রবিবার রাত্রে যখন ঘোষণা হয় অঝোরে কাঁদতে থাকেন তার মা দিদি মা এবং আত্মীয় স্বজনেরা। মাধ্যমিক পাস করে মদনপুর কেন্দ্রীয় আদর্শ বালিকা বিদ্যালয় থেকে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে চাকদা ও রামলাল অ্যাকাডেমি থেকে বরাবরই মেধাবী ছাত্রী ছিল দিয়াশিনী।

advertisement

দিয়াশিনী জানান, গত বছর মার্চ মাসে তার প্রথম অডিশন হয় প্রায় সাত থেকে আটটি অডিশনে দিতে হয়েছে তারপর তার নিজের প্রতিভাকে তুলে ধরেছে দিয়াশিনী। দীর্ঘ ১১ মাস পথ চলার শেষে পুরো পরিবার জেগেছিলেন রাত অন্তিম শেষে যখন ঘোষণা হয় ২০২৪ এবং ২৫ সালের জনপ্রিয় রিয়েলিটি শো এর চ্যাম্পিয়নশিপে প্রথম হলেন মদনপুরের দিয়াশিনী কান্নায় ভেঙে পড়লেন তার পুরো পরিবার মা অর্পিতা রায় ওর তার দুই দিদিমা বনানী ঘোষ ও সুমিত্রা ঘোষ। প্রচুর মানুষ এসে দেখা করে গেছেন ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: জনপ্রিয় রিয়ালিটি শো-এ প্রথম! জয়জয়কার নদিয়ার মদনপুরের মেয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল