দুর্ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় মাটিয়া থানায়। পাশাপাশি আহত ব্যক্তিকে উদ্ধার করে উত্তর ২৪ পরগনার ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে কলকাতার হাসপাতাল স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে নিহতদের পরিচয় নিশ্চিত ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
advertisement
এই ঘটনায় টাকি রোডে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসন ও পুলিশ এ ঘটনায় স্থানীয়দের ট্রাফিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন, বিশেষ করে পথচারী ও চালকদের ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেছেন। একইসঙ্গে কীভাবে ঘটল এই দুর্ঘটনা জানতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন বাইক আরোহী কারও মাথায় হেলমেট ছিল না। তার পাশাপাশি তারা প্রশ্ন তুলছেন রাজ্য সরকারের পক্ষ থেকে যেভাবে সেভ লাইফ সেভ ড্রাইভ এর মত একাধিক সচেতন মূলক প্রচার করছে তারপরেও কেন হেলমেট ছাড়া বাইক ড্রাইভ করছেন এটা নিয়ে উঠছে প্রশ্ন। একইভাবে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জুলফিকার মোল্যা