Shravani Mahotsav: কলকাতার কাছেই রয়েছে এক শিব মন্দির...! শ্রাবণী মহোৎসবে দূরদূরান্ত আসেন ভক্তরা, ছবিতে দেখুন প্রথম দিনের ভক্তদের ভিড়
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Subhajit Sarkar
Last Updated:
Shravani Mahotsav: প্রায় কয়েকশো বছর পুরনো ব্যারাকপুরের শম্ভুনাথ মন্দিরে সূচনা হয়েছে শ্রাবণী মহোৎসবের।
advertisement
advertisement
advertisement
advertisement
বৃষ্টিকে তুচ্ছ করে মানুষের এই বিশ্বাস ও আস্থাই প্রমাণ করে, ভক্তি কোনও বাধা মানে না। শতাব্দীপ্রাচীন শম্ভুনাথ মন্দির চত্বরে তাই এদিন থেকে গোটা শ্রাবণ মাস জুড়ে অনেকেই জ্যোতির্লিঙ্গ বা তারকেশ্বরে না যেতে পারার দুঃখ ভুলে মানুষ দূর-দুরান্ত থেকে হাজির হবে ব্যারাকপুর শম্ভুনাথ মন্দিরে শিবের মাথায় জল ঢালতে।