TRENDING:

Suvendu Adhikari: খেজুরিতে আজ মমতার পাল্টা শুভেন্দুর জবাবি প্রতিবাদ সভা, '৫০ হাজার মানুষের সামনে 'পর্দাফাঁস' করব...!' হুঁশিয়ারি শুভেন্দুর

Last Updated:

চলতি মাসের ৩ তারিখ খেজুরিতে সরকারি সভা থেকে কেন্দ্রের সরকার ও নাম না করে শুভেন্দুকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এরই পাল্টা জবাবি সভা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের উত্তর দেবেন বলে আগেই ঘোষণা করেন শুভেন্দু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আজ, সোমবার খেজুরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা শুভেন্দু অধিকারীর। চলতি মাসের ৩ তারিখ খেজুরিতে সরকারি সভা থেকে কেন্দ্রের সরকার ও নাম না করে শুভেন্দুকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এরই পাল্টা জবাবি সভা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের উত্তর দেবেন বলে আগেই ঘোষণা করেন শুভেন্দু। সেই মত আজ, সোমবার খেজুরির ঠাকুরনগরে বড়সড় জনসভা করার প্রস্তুতি নিয়েছে গেরুয়া শিবির। সভার মূল বক্তা রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
খেজুরিতে আজ মমতার পাল্টা শুভেন্দুর জবাবি প্রতিবাদ সভা, '৫০ হাজার মানুষের সামনে  'পর্দাফাঁস' করব...!' হুঁশিয়ারি শুভেন্দুর
খেজুরিতে আজ মমতার পাল্টা শুভেন্দুর জবাবি প্রতিবাদ সভা, '৫০ হাজার মানুষের সামনে 'পর্দাফাঁস' করব...!' হুঁশিয়ারি শুভেন্দুর
advertisement

রবিবার বীরভূমের মুরারইয়ের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সৌজন্য ও সম্প্রীতি সমাবেশ থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসক দলের নানান দুর্নীতির অভিযোগগে হাতিয়ার করে সুর চড়ান। পাশাপাশি এও বলেন, ‘‘মমতা বন্দোপাধ্যায় যে সমস্ত কথা সরকারি মঞ্চ থেকে খেজুরিতে বলে এসেছেন সোমবার তার জবাব দেব। ৫০ হাজার মানুষের সমাগম হবে।’’ প্রসঙ্গত, গত সোমবার খেজুরির ঠাকুরনগরে রাজ্যের বিরোধী ও কেন্দ্রের শাসককে একযোগে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নন্দীগ্রামের সেইসব দিনের কথা তুলে ধরে তুলোধনা করেন ‘গদ্দার’দেরও।

advertisement

আরও পড়ুন- পঞ্চায়েতের কাজের সুবিধার্থে আরও দুটো পুরস্কার পাচ্ছে ত্রিপুরা

স্পষ্ট বলেন, “১৪ মার্চ যখন গুলিতে মারা গিয়েছিল, সেই সময় খেজুরি দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হত না। সেই সময় গদ্দাররা মাঠে ছিল না। লুকিয়ে বসেছিল। আমি সেই সময় ২৬ দিন অনশন করেছিলাম। ১৪ মার্চের গুলিকাণ্ডের পর আমি ছুটে এসেছিলাম'। একইসঙ্গে শুভেন্দু অধিকারীর নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছিলেন, ‘‘নির্বাচনের পরে নাকি বাবুর গায়ে আঁচড় লেগেছে। একটুও লাগেনি। নন্দীগ্রামে ভোটে লড়তে এসে ওরা আমার পা ভেঙে দিয়েছিল। আমার পায়ে এখনও দাগ রয়েছে। ভাল হয়নি। পুরো ফুলে গিয়েছিল। তারপরও আমি চ্যালেঞ্জ করে হুইলচেয়ার নিয়ে মিছিল করেছিলাম। যাঁরা আমাদের থেকে খেয়ে গিয়ে এখন আমাদের বদনাম করছেন, আমি তাঁদের জন্য শুধু বলি ঈশ্বর-আল্লা তেরো নাম, সবকো সুমতি দে ভগবান।’’ মুখ্যমন্ত্রীর দাবি ছিল, নন্দীগ্রাম আন্দোলনের সময় যাঁরা সিপিএম করে মানুষের উপর অত্যাচার করত, তাঁরাই এখন বিজেপি করছে।

advertisement

আরও পড়ুন- জলের মতো কেবলই পয়সা খরচ হবে, এই কয়েক রাশির জন্য তৈরি হচ্ছে দুর্ভোগের কারণ!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে তাঁর সরকার কী কী কাজ করেছে খেজুরির সভা থেকে সেই কথাও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই সমস্ত বক্তব্যের পরপরই শুভেন্দু জানিয়ে দেন যে পরের সোমবারই তিনি একই জায়গাতে সভা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সব জবাব দেবেন। পূর্ব ঘোষণা মতো আজই খেজুরিতে জনসভার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। চ্যালেঞ্জ ও হুঁশিয়ারির সুরে বিরোধী দলনেতার মন্তব্য,' মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রীর মিথ্যাচারের প্রতিবাদেই আজকের সভা'। সব মিলিয়ে শুভেন্দুর আজকের পূর্ব মেদিনীপুরের খেজুরিতে মমতার পাল্টা সভায় যে সরগরম হবে রাজ্য রাজনীতি তা বলাই যায়। শুভেন্দু অধিকারী আজ পদ্ম শিবিরের জনসভা মঞ্চ থেকে কী বলেন, সে দিকেই এখন নজর সবার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: খেজুরিতে আজ মমতার পাল্টা শুভেন্দুর জবাবি প্রতিবাদ সভা, '৫০ হাজার মানুষের সামনে 'পর্দাফাঁস' করব...!' হুঁশিয়ারি শুভেন্দুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল