Tripura Government: পঞ্চায়েতের কাজের সুবিধার্থে আরও দুটো পুরস্কার পাচ্ছে ত্রিপুরা

Last Updated:

পানীয় জল, গ্রামীণ সড়ক ও স্বাস্থ্য ক্ষেত্রে আরও জোর দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মানিক সাহার। 

পঞ্চায়েতের কাজের সুবিধার্থে আরও দুটো পুরষ্কার পাচ্ছে ত্রিপুরা
পঞ্চায়েতের কাজের সুবিধার্থে আরও দুটো পুরষ্কার পাচ্ছে ত্রিপুরা
আবীর ঘোষাল, আগরতলা: ত্রিপুরার বর্তমান সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজের সুবাদে আবারও জাতীয় পুরস্কার পাচ্ছে রাজ্য। এই বছর পঞ্চায়েত দিবসে পুরস্কৃত হচ্ছে কুমারঘাট ও রূপাইছড়ি ব্লক । জনগণের কল্যাণে অনবদ্য কাজ করার স্বীকৃতি স্বরূপ পঞ্চায়েত দফতরের হাত ধরে বর্তমান সরকারের ঝুলিতে আসছে আরও দুটো পুরস্কার। রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য সমাজের অন্তিম ব্যক্তির বিকাশ সাধন। সেই লক্ষ্যকে সামনে রেখে সরকারের বিভিন্ন দফতর নিরন্তর কাজ করে চলছে।
এই অবস্থায় এবার পঞ্চায়েত রাজ্য ব্যবস্থায় অনন্য কাজের স্বীকৃতি স্বরূপ 'নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সততা বিকাশ পুরস্কার' পাচ্ছে কুমারঘাট ব্লক উপদেষ্টা কমিটি। এর পাশাপাশি স্পেশাল কার্বন নিউট্রাল পঞ্চায়েত সম্মানে ভূষিত করা হচ্ছে দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার রূপাইছড়ি আরডি ব্লকের অধীন বাগমারা গ্রাম কমিটিকে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ  মানিক সাহা।
advertisement
advertisement
রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী ২৪ এপ্রিল জাতীয় পঞ্চায়েত রাজ দিবসে নয়াদিল্লিতে সংশ্লিষ্ট দফতরকে এই পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ। ওইদিন পুরস্কার বাবদ কুমারঘাট ব্লক উপদেষ্টা কমিটিকে ১.৫০ কোটি টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই পুরস্কারগুলি রাজ্যের আপামর জনসাধারণের সার্বিক বিকাশে রাজ্য সরকারের প্রতিশ্রুতি প্রদানের অন্যতম নিদর্শন। এই গৌরবময় সম্মান অর্জনের জন্য রাজ্যের পঞ্চায়েত দফতরের পাশাপাশি সমস্ত পঞ্চায়েত প্রতিনিধিদের অভিনন্দন জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।
advertisement
প্রসঙ্গত, উল্লেখ্য বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সময়কালে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জল জীবন মিশনে এসেছে শ্রেষ্ঠত্বের শিরোপা। এর পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর) প্রকল্পে দেশের ছোট শহরগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে আগরতলা শহর।বিধানসভা ভোটের প্রচারে মাণিক সাহা উল্লেখ করেছিলেন, শুধু শহরাঞ্চলে নয়, গ্রামের বিভিন্ন প্রান্তেও বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা পৌঁছে দেওয়া হবে। পঞ্চায়েত এলাকায় পানীয় জল-রাস্তা ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বেশি করে কাজ করতে চায় সরকার।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Government: পঞ্চায়েতের কাজের সুবিধার্থে আরও দুটো পুরস্কার পাচ্ছে ত্রিপুরা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement