নতুন বছর শুরু হলেই আনন্দে মেতে উঠি আমরা সবাই। সেই উপলক্ষ্য আমাদের ভারতীয় সমাজে আসে সত্যি বলতে কী দু'বার! যেমন, ১ জানুয়ারি, ২০২৩ তারিখে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত নতুন বছরের আগমন উদযাপন করেছি আমরা। আর এবার সূর্য যখন প্রবেশ করবেন মেষ রাশিতে, আগামী ১৪ এপ্রিল, ২০২৩ তারিখের সেই মেষ সংক্রান্তির পরে শুরু হবে বাংলা নতুন বছর, আমাদের অনেকেরই যার সঙ্গে বহু আশা জড়িয়ে রয়েছে।
কন্যা- কর্মক্ষেত্রে কাজের চাপ এবং মানসিক অত্যাচার- দুই বৃদ্ধি পাওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। ভাল করে বুঝে কাজ না করলে কর্তৃপক্ষের রোষের মুখে পড়তে হতে পারে। ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে- এই সময় ব্যবসায় লোকসানের আশঙ্কা রয়েছে। খরচ বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় কমতে থাকবে। রাস্তাঘাটে যাতায়াতের সময়েও সতর্ক না থাকলে দুর্ঘটনার মুখে পড়তে হতে পারে।
তুলা-কর্মক্ষেত্রের পরিবেশ এই সময় অসহনীয় হয়ে উঠতে চলেছে। নতুন কোনও কাজের দায়িত্ব এতটাই ব্যস্ত করে তুলবে যে স্বাস্থ্য এবং পরিবারের দিকে নজর দেওয়া সম্ভব হবে না। যাতায়াতের সময়ে সতর্ক থাকতে হবে, কেন না দুর্ঘটনা এবং অর্থহানির যোগ রয়েছে। সময় অনুকূলে থাকবে না বলে আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত হবে না।
মকর- দাম্পত্য এবং কর্মজীবন নেতিবাচক ভাবে প্রভাবিত হতে চলেছে। স্ত্রী/স্বামীর সঙ্গে মতান্তর চলতেই থাকবে। তাঁদের কথায় কর্ণপাত না করলে গৃহে নিত্য অশান্তির পরিবেশ তৈরি হবে। ব্যবসায়ীদের বড় রকমের লোকসানের মুখে পড়তে হতে পারে। চাকরিজীবীদের টাকার সমস্যা হতে পারে, তাই মাসের বাজেট বুঝে চলতে হবে। এছাড়া কর্মক্ষেত্রে মেজাজ হারানো চলবে না। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)