TRENDING:

Suvendu Adhikari: 'তিন সেকেন্ড লাগবে, আমিও রাস্তায় কাঠের গুড়ি ফেলতে পারি!' হুঁশিয়ারি শুভেন্দুর

Last Updated:

বিজেপি-র অভিযোগ, ডায়মন্ড হারবারের লাইট হাউস মাঠে শুভেন্দুর সভা আটকে দিতে মরিয়া চেষ্টা করছে তৃণমূল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অর্পণ মণ্ডল, বেহালা: তাঁর সভা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল৷ এমনই অভিযোগ তুলে পাল্টা হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বেহালার বাড়ি থেকে ডায়মন্ড হারবারে সভাস্থলে রওনা দেওয়ার আগে বিরোধী দলনেতার হুঁশিয়ারি, 'মনে রাখবেন আজকেই দক্ষিণবঙ্গের আরও একটা সভা হচ্ছে পূর্ব মেদিনীপুরে৷' প্রসঙ্গত, আজই কাঁথিতে শুভেন্দু গড় কাঁথিতে সভা করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অভিষেকের সভা ঘিরে হুঁশিয়ারি শুভেন্দুর৷
অভিষেকের সভা ঘিরে হুঁশিয়ারি শুভেন্দুর৷
advertisement

বিজেপি-র অভিযোগ, ডায়মন্ড হারবারের লাইট হাউস মাঠে শুভেন্দুর সভা আটকে দিতে মরিয়া চেষ্টা করছে তৃণমূল৷ অভিযোগ, গতকাল রাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সভার মঞ্চ খুলে ফেলেছে৷ নিয়ে যাওয়া হয় চেয়ার৷ এ দিন সকাল থেকে ফের নতুন করে মঞ্চ তৈরির কাজ শুরু হয়৷ আবার আজ সকাল থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন অভিযোগ তুলে দক্ষিণ চব্বিশ পরগণা জুড়ে পথ অবরোধ শুরু করে তৃণমূল৷

advertisement

আরও পড়ুন: অভিষেকের সভার মাইকে শান্তিকুঞ্জের শান্তিভঙ্গ? মিটার হাতে মাপছে পুলিশ

বিজেপি-র অভিযোগ, শুভেন্দু অধিকারীর সভায় যাতে তাদের কর্মী, সমর্থকরা পৌঁছতে না পারেন, তা নিশ্চিত করতেই এই কৌশল নিয়েছে শাসক দল৷ এমন কি, ডায়মন্ড হারবারে তাঁর সভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মী, সমর্থকদের বাস গাড়ি আটকে তাদের মারধরও করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোদী দলনেতা৷

advertisement

দুপুরে বেহালা থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশে রওনা দেওয়ার আগে হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেন, 'মনে রাখবেন, আজকে দক্ষিণবঙ্গের আর একটি জায়গাতেও পূর্ব মেদিনীপুরে একটা সভা হচ্ছে৷ আমাদের সভায় যাওয়ার সব রাস্তা আটকে দিয়েছে৷ শুধুমাত্র আমি যে পথ ধরে যাবো সেটা ফাঁকা রয়েছে৷ আমিও চাইলে মারিশদা থেকে কোলাঘাট পর্যন্ত বিভিন্ন জায়গায় কাঠের গুড়ি ফেলে দিতে পারি৷ তিন সেকেন্ড সময় লাগবে৷ কিন্তু আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না৷'

advertisement

আরও পড়ুন: অভিষেক-শুভেন্দুর মহারণ দুই পরিবারের লড়াই, ফের বিস্ফোরক দিলীপ

বিরোধী দলনেতা আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন সিঙ্গুর থেকে তাঁকে চুলের মুঠি ধরে তুলে এনেছিল৷ কাঁদতে কাঁদতে গান্ধি মূর্তির নীচে ধর্নায় বসেছিলেন৷ চিরদিন সবার সমান যায় না৷'

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুভেন্দু অবশ্য দাবি করেছেন, সভায় যদি পাঁচশো লোকও আসেন, তাঁদের সামনেই তিনি বক্তৃতা করবেন৷ বিরোধী দলনেতার কথায়, 'বাকিটা পরে বুঝে নেবো৷' বিরোধী দলনেতার অভিযোগ, তৃণমূলের হামলায় ডায়মন্ড হারবারের সভায় আসার পথে ৬ জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন৷ তাঁদের চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: 'তিন সেকেন্ড লাগবে, আমিও রাস্তায় কাঠের গুড়ি ফেলতে পারি!' হুঁশিয়ারি শুভেন্দুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল