শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়ে এবং পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে নন্দীগ্রামের (Suvendu Adhikari in Nandigram) বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "অঞ্চলে অঞ্চলে পুলিশি সন্ত্রাসে হাত থেকে বাঁচতে পুলিশি সন্ত্রাস বিরোধী কমিটি তৈরি করা হবে।" নন্দীগ্রামে বিজেপি কর্মী সমর্থকদের যেভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং পুলিশি সন্ত্রাস চলছে তার প্রতিরোধ করতেই গ্রামে গ্রামে পুলিশি সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করার ডাক দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
advertisement
চলতি মাসের ১৫ তারিখ থেকে 'নন্দীগ্রাম চলো' (Suvendu Adhikari in Nandigram) অভিযানেরও ডাক দেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, নন্দীগ্রামে পুলিশ ছাড়া তৃণমূল নেই। মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে দাঁড়িয়েই নন্দীগ্রাম আন্দোলনের ডাক দেন শুভেন্দু। তাঁর হুঁশিয়ারি,"আমরা সব দেখছি। আগুন নিয়ে খেলবেন না। তৃণমূলের কথায় যেভাবে পুলিশ অত্যাচার করছে তার সব হিসেব বুঝে নেব।"
আরও পড়ুন: উদ্ধবের বার্তা নিয়ে মমতার কাছে আদিত্য ঠাকরে! এবার কি অন্য সমীকরণ?
মঙ্গলবার নন্দীগ্রামের জানকীনাথ মন্দির প্রাঙ্গণ থেকে ধিক্কার সমাবেশ তৃণমূল কংগ্রেস ও পুলিশের বিরুদ্ধে অতীতের নন্দীগ্রাম আন্দোলনের কথা মনে করিয়ে দিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, "জঙ্গি আন্দোলন নয়, গণতান্ত্রিক ভাবেই আন্দোলনের মাধ্যমে সঠিক পথ খুঁজে নেবে নন্দীগ্রাম।" নন্দীগ্রামে হেরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রতিহিংসার রাজনীতি করছেন বলেও তোপ দাগেন শুভেন্দু।
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন থেকেই নন্দীগ্রামের বিজেপি কর্মীদের পুলিশি সন্ত্রাসের সম্মুখীন হতে হচ্ছে। এদিনের সভা থেকে রীতিমতো পরিসংখ্যান দিয়ে শুভেন্দু দাবি করেন, "এখনও পর্যন্ত ১০৫ টি মিথ্যে মামলা দায়ের করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। রাজ্য পুলিশ ছাড়া যদি অন্য কোনও এজেন্সি মামলাগুলির তদন্ত করে তাহলে আসল ঘটনা সামনে আসবে। আমরা ছেড়ে কথা বলবো না। এর জন্য আইনের দ্বারস্থ হয়ে যতদূর যেতে হয় যাব"।