রবিবার উত্তরবঙ্গ থেকে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের এক সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘চা শ্রমিকদের পিএফের টাকা থেকে বঞ্চিত করছে কেন্দ্র। আন্দোলন করুন। ডিসেম্বর মাস পর্যন্ত পিএফ অফিস ঘেরাও করুন ।তারপরেও যদি কাজ না হয় তাহলে ১ জানুয়ারি থেকে উত্তরবঙ্গের সমস্ত বিজেপি বিধায়ক ও সাংসদদের বাড়ি ঘেরাও করুন। সেই আন্দোলনে আমি থাকব।’’ আর এ প্রসঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিষেককে এক হাত নিলেন শুভেন্দু।
advertisement
আরও পড়ুন- 'বিজেপির নবান্ন অভিযানে বামেদের ডাক শুভেন্দুর! কী বললেন বাম নেতা? রাজনীতি সরগরম!
উত্তরকন্যা ঘেরাওয়ের পাল্টা হুশিয়ারি দেওয়ার পাশাপাশি শুভেন্দু অধিকারী বললেন, ‘‘মোদি সরকার উত্তরবঙ্গের মানুষের সম্মান ফিরিয়ে দিয়েছে। তাই ভাইপোর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) কথার কোনও গুরুত্ব নেই। চা বলয়ের মানুষজন আগেও বিজেপির সঙ্গে ছিল, এখনও বিজেপির সঙ্গে আছে আগামী দিনেও বিজেপির সঙ্গেই থাকবে।’’ উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে চা সম্মেলন থেকে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘২০১৬,২০১৯,২০২১ সালে প্রধানমন্ত্রী এসেছিলেন। বীরপাড়া-সহ সাত চা-বাগান অধিগ্রহণ করে খুলে দেওয়ার কথা বলেছিলেন নরেন্দ্র মোদি আর তা বাস্তবায়িত করলেন দিদি। ওরা শুধু প্রতিশ্রুতি দিয়ে ভোট নেয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করে।’’
আরও পড়ুন- বর্ধমানে দফায় দফায় বর্ষণে পণ্ড রবিবারের পুজোর বাজার
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, ‘‘পিএফ, গ্র্যাচুয়িটি রাজ্যের নয়, কেন্দ্রের আওতায় পড়ে ৷ তাই চা-বাগানের শ্রমিকদের পিএফের টাকার জন্য আন্দোলন করতে হবে। এই টাকা আপনাদের প্রাপ্য। আগামিকাল থেকেই এই ইস্যুতে আন্দোলনে নামুন।’’
এই আন্দোলন প্রসঙ্গেই ১ জানুয়ারি থেকে বিজেপির বিধায়ক সাংসদদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই পাল্টা হিসেবে নবান্ন অভিযানকে সামনে রেখে হুগলির পান্ডুয়ায় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী উত্তরকন্যা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন।