কলকাতা: এসআইআর নিয়ে মঙ্গলবার পথে নামে বিজেপি এবং তৃণমূল। তৃণমূলের হয়ে কলকাতায় পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে সোদপুরে এসআইআরের পক্ষে মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোদপুরে মিছিল থেকে শুভেন্দু অধিকারী বলেন, মিছিল আটকানোর জন্য তৃণমূল কংগ্রেস গিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এখনও ডিভিশন বেঞ্চ কোনও অর্ডার দেননি সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করেননি।
advertisement
আরও পড়ুন: এসআইআর কী ভাবে হবে? ১৬ দফা গাইডলাইন জারি করল নির্বাচন কমিশন! না জানলেই চরম বিপদ
শুভেন্দু বলেন, “হাইকোর্টের বেঁধে দেওয়া সময় ও নির্দেশ মেনে মিছিল হলো। কেন এই এলাকায় মিছিল করলাম আমরা। কারণ নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান । গণনা ভোটার তালিকা তৈরি করে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার তৈরি করা তাদের কাজ“।
শুভেন্দু এসআইআর না হলে রাষ্ট্রপতি শাসন জারি করার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “৭ তারিখ ভোটার লিস্ট বার করতে না দিলে ভোট হবে না, তাই ভোট করা যাবে না৷ ৪ মে রাত বারোটার পর রাষ্ট্রপতি শাসন জারি হবে“৷ পাশাপাশি রাজ্য জমি না দেওয়ায় যে সীমান্তে ফেন্সিংয়ের কাজ আটকে রয়েছে তা-ও অভিযোগ করেন রাজ্য়ের বিরোধী দলনেতা।
আরও পড়ুন: এসআইআর কী ভাবে হবে? ১৬ দফা গাইডলাইন জারি করল নির্বাচন কমিশন! না জানলেই চরম বিপদ
সোদপুরে প্রদীপ করের আত্মহত্যা নিয়ে অভিযোগ ওঠে যে এই ঘটনার জন্য দায়ী এসআইআর। এই প্রসঙ্গে এদিন শুভেন্দু বলেন, “এখানে মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে, দুঃখজনক ঘটনা। চারটি আঙুল নেই সে কী ভাবে লিখবে সুইসাইড নোট। আমি প্রমাণ করে দেব ওই সুইসাইড নোট মিথ্যে ফেক। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারে বিশ্বাস করবেন না। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বাজ পড়ে জলে ডুবে মৃত্যু হলে সেটাকেও বলবে এস আই আর এর আতঙ্কে মৃত্যু।
