TRENDING:

সিআরপিএফ-এর গাড়িতে ট্রাকের সজোরে ধাক্কা, সামনেই শুভেন্দুর গাড়ি! তুমুল শোরগোল

Last Updated:

Suvendu Adhikari: সম্প্রতি এমন দুটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিঘা: ফের দুর্ঘটনার কবলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ি! দিঘাগামী ট্রাকের সঙ্গে শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা নিরাপত্তারক্ষীদের একটি গাড়ির ধাক্কা। আর তাতেই আহত হন দুজন নিরাপত্তারক্ষী। তবে, বিরোধী দলনেতার তেমন কোনও চোট লাগেনি বলেই খবর। তবে, পরে শুভেন্দু অধিকারী জানান, ''দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সিআরপিএফের বুলেট প্রুফ গাড়ি। গাড়িটি আমার কনভয়ে ছিল না। অনেক পেছনে ছিল। গাড়িটি আলাদা ভাবেই আসছিল।''
ফের দুর্ঘটনায় শুভেন্দুর কনভয়ের গাড়ি
ফের দুর্ঘটনায় শুভেন্দুর কনভয়ের গাড়ি
advertisement

সম্প্রতি এমন দুটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। প্রথমটি পূর্ব মেদিনীপুরের বাড়ি থেকে তমলুকে যাওয়ার পথে ঘটনাটি ঘটেছিল জাতীয় সড়কে মারিসদা সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। অল্পের জন্য রক্ষা পান গাড়ির চালক। যদিও এই ঘটনাকে হাতিয়ার করে মাঠে নামে বিজেপি। শুভেন্দুকে খুনের চক্রান্ত করা হচ্ছে বলে সরব হয়েছিল তারা। দুর্ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছিল পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার পুলিশ।

advertisement

আরও পড়ুন: রিপোর্ট চাইল অসন্তুষ্ট শীর্ষ নেতৃত্ব, 'মহাবিপদে' দিলীপ ঘোষ! তোলপাড় বঙ্গ বিজেপি

পরিকল্পনা করে নয়, নিছক পথ দুর্ঘটনার জেরেই ওই ঘটনা ঘটেছিল বলে তদন্তে জানতে পারেন পুলিশ আধিকারিকরা। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া লরি চালক শেখ সোলেমান ও লরিটিকে নন্দকুমার থেকে আটক করা হয়। জানা যায়, ওই লরির মালিক পরমেশ্বর প্রধান শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বাসিন্দা।

advertisement

আরও পড়ুন: বোলপুর দাপাচ্ছে সিবিআই, হঠাৎ হাসপাতালে অনুব্রত মণ্ডল! তুমুল শোরগোল

সেরা ভিডিও

আরও দেখুন
ইমেল, হোয়াটসঅ্যাপের ‌যুগে হঠাৎ রানারের দেখা! হচ্ছে টা কী বাগনানে!
আরও দেখুন

এর পরের ঘটনা ঘটে কলকাতায়। গত জুলাই মাসে কালিকাপুরের দিক থেকে বাইপাস হয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল শুভেন্দু অধিকারীর কনভয়। যে লরিটি রাজ্যের বিরোধী দলনেতার কনভয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মেরেছিল, সেটিকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় লরি চালককে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার খবর শুনেই ছুটে আসে সার্ভে পার্ক থানার পুলিশ। ব্রেথ অ্যানালাইজার টেস্ট করা হয় লরি চালকের। অভিযোগ সে মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে শুভেন্দুর কনভয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে সে। এরপরই সেন্ট্রাল ফোর্সের তৎপরতায় গ্রেফতার করা হয় চালক রামনারায়ণ রামকে। এবার ফের দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়ের গাড়ি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিআরপিএফ-এর গাড়িতে ট্রাকের সজোরে ধাক্কা, সামনেই শুভেন্দুর গাড়ি! তুমুল শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল