সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহার। সে প্রসঙ্গে শুভেন্দু বলেন,’ বিজেপির কেউ ওনার সঙ্গে নেই। দেনায় জর্জরিত ছিলেন হরকালি। দেনা মেটাতে উনি আমার কাছে সাহায্য চেয়েছিলেন। আমি ওনাকে পর্যায়ক্রমে ৬ লক্ষ টাকা দিয়েছি৷ হরকালি বিজেপির সঙ্গ ত্যাগ করায় দলে কোনও প্রভাব পড়বে না বলেও দাবি শুভেন্দু অধিকারীর।
advertisement
আরও পড়ুন: কাঁথিতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা দিব্যেন্দুর গাড়ির, বুকে আঘাত পেলেন সাংসদ
শুভেন্দুর আরও দাবি, লোকসভা ভোটে বাঁকুড়া জেলায় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল৷ এই মুহূর্তে বাঁকুড়া জেলার দুটি লোকসভা আসনই বিজেপি-র দখলে৷ গত বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনে অবশ্য হারানো জমি অনেকটাই ফিরে পেয়েছে তৃণমূল৷
বাঁকুড়ার পুলিশ সুপারকেও এ দিন চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন,’আগামী ১১ ডিসেম্বর বাঁকুড়া এসপি অফিস অভিযান করব।’ জেলা জুড়ে বালি চুরি নিয়েও কোতুলপুরের সভামঞ্চ থেকে শনিবার সরব হন বিরোধী দলনেতা। মঞ্চে বক্তব্য রাখার সময় এদিন নিজের হোয়াটসঅ্যাপ নম্বর জনসমক্ষে ঘোষণা করে তাঁকে বালি চুরির ছবি পাঠানোর কথা বলে শুভেন্দু অধিকারী বলেন,’আপনারা ছবি পাঠাবেন। আমি তার পরের দিনই সেখানে চোর ধরতে পৌঁছে যাব।’