লোকসভার ভোট আবহে সমবায় নির্বাচনে বিপুল জয় পেল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। একদিকে লোকসভার ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে প্রার্থীদের। বিভিন্ন দলের প্রার্থীরা মন্দির মসজিদে যাওয়ার পাশাপাশি এলাকায় এলাকায় জনসংযোগের জন্য স্ট্রিট কর্নার একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। লোকসভা ভোটের দামামা বাজার মধ্যেই হয়ে গেল একটি সমবায় সমিতির নির্বাচন। আর এই সবাই নির্বাচনে তমলুকে লোকসভা ভোটের মুখেই ধাক্কা খেলেও তৃণমূল। সমবায় ভোটে জয়জয়কার বিজেপির।
advertisement
আরও পড়ুন: তুলে নিয়ে যেতে লাগল দশ জন! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় কী এমন ঘটল!
তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের পদুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়। ওই সমবায় সমিতির মোট আসন ১২ টি। সব আসনেই কার্যত ত্রিমুখী লড়াই চলে। সেখানে ১২ টি আসনে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করে। ভোটগ্রহণ শেষে। ফল প্রকাশের সময় দেখা দেখা যায় বিপুল জয় ছিনিয়ে নিয়েছে রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি।
আরও পড়ুন: কপালে-নাকে সেলাই, বাড়িতেই মমতা বন্দ্যোপাধ্যায়! যাবেন চিকিৎসকরা, তারপর ফের সিদ্ধান্ত
মোট ১২ টি আসনের আটটি আসনে জয়লাভ করেছে বিজেপির প্রার্থীরা। অন্যদিকে চারটি আসনে জয়ী হয়েছেন শাসকদল তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা। আর এই ফলাফল নিয়ে উচ্ছ্বসিত বিজেপি শিবির। যদিও এই ফলাফলকে বেশি গুরুত্ব দিতে নারাজ শাসক শিবিরের নেতাকর্মীরা।
—- সৈকত শী