Mamata Banerjee Injury: কপালে-নাকে সেলাই, বাড়িতেই মমতা বন্দ্যোপাধ্যায়! যাবেন চিকিৎসকরা, তারপর ফের সিদ্ধান্ত
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee Injury: মাথায় এবং নাকে মোট চারটি সেলাই নিয়ে এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা মমতা বন্দ্যোপাধ্যায়র বাসভবনে আসবেন বলে খবর। চিকিৎসকেরা এসে যদি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন, সেই ক্ষেত্রে হাসপাতালে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হবে তাঁকে। আজ চিকিৎসকরা তাঁকে ফের দেখবেন। রিপোর্ট আসার কথা রয়েছে। সকাল থেকে একাধিক অনুরাগী বাড়ির সামনে আসেন। চিকিৎসকদের রিপোর্টের উপর পুনরায় সিদ্ধান্ত নির্ভর করবে।
প্রসঙ্গত, মাথায় এবং নাকে মোট চারটি সেলাই নিয়ে এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সন্ধ্যায় নিজের বাড়ির ভিতরেই পড়ে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী৷ কপাল ফেটে দরদর করে রক্ত পড়তে থাকে তাঁর৷ তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করে দেখেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর মাথায় সিটি স্ক্যানও হয়৷ তবে সিটি স্ক্যান রিপোর্টে উদ্বেগজনক কিছু না মেলায় রা সাড়ে ৯টা নাগাদ ছেড়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে৷ হাসপাতাল থেকে হুইলচেয়ারে করে বের করা হয় মুখ্যমন্ত্রীকে৷ দেখা যায়, তাঁর কপাল জুড়ে ব্যান্ডেজ রয়েছে৷ মুখ্যমন্ত্রীকে দেখেই দৃশ্যত বিধ্বস্ত লাগছিল৷ রাত ৯.৪০ নাগাদ কালীঘাটের বাড়িতে ফেরেন মুখ্যমন্ত্রী৷
advertisement
আরও পড়ুন: মাথায় ব্যান্ডেজ, চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট! তবু হাসপাতালে থাকতে নারাজ, বাড়িতেই ফিরলেন মমতা
হাসপাতাল থেকে বেরনোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘মুখ্যমন্ত্রীর মাথায় একটা সিরিয়াস আঘাত রয়েছে৷ নাকেও একটি সেলাই পড়েছে৷ মাথায় তিনটি সেলাই পড়েছে৷ তবে বাংলার মানুষের আশীর্বাদ এবং সর্বশক্তিমানের কৃপায় তিনি সুস্থ আছেন৷’ ফলে আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসকরা দেখে সিদ্ধান্ত নেবেন, তাঁকে হাসপাতালে ভর্তির প্রয়োজন আছে কিনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2024 9:44 AM IST