West Bengal By Elections 2024 : লোকসভা ভোটের সঙ্গেই রাজ্যের এই দুই কেন্দ্রে উপনির্বাচন? প্রস্তুতি শুরু কমিশনের

Last Updated:

West Bengal By Election 2024 : বৃহস্পতিবার সন্ধ্যায় দুই জেলার জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের। বৈঠকে প্রথম দফার চেকিং শুরু করার কাজের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: লোকসভা নির্বাচনের সঙ্গে অথবা তার পর পরই রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন৷ মুর্শিদাবাদ এর ভগবানগোলা ও উত্তর ২৪ পরগণার বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরুর নির্দেশ দিল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুই জেলার জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের। বৈঠকে প্রথম দফার চেকিং শুরু করার কাজের নির্দেশ দেওয়া হয়েছে। দুই বিধানসভায় ভোট কর্মী কত সংখ্যক পাওয়া যাবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
advertisement
জাতীয় নির্বাচন কমিশন শীঘ্রই দুই আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করবে। দুই জেলায় লোকসভা ভোটের সঙ্গেই একই দিনে উপনির্বাচন এক সঙ্গে হবে নাকি পরে হবে, সেই সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। তবে যে কোনও দিনই উপনির্বাচনের দিন ঘোষণা হতে পারে৷
ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি কিছু দিন আগেই প্রয়াত হয়েছেন৷ অন্যদিকে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসনটিও খালি হয়েছে৷ সেই কারণেই এই দুই কেন্দ্রে উপনির্বাচন করাতে হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal By Elections 2024 : লোকসভা ভোটের সঙ্গেই রাজ্যের এই দুই কেন্দ্রে উপনির্বাচন? প্রস্তুতি শুরু কমিশনের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement