এদিন তিনি বলেন, "উনি যে কোম্পানির সামান্য টাকার বেতনভুক কর্মচারী। আমি সেই কোম্পানির মালিককে হারিয়েছি। আর উনি তিন বছরের জেলখাটা আসামী। ওনার কথার উত্তর কেন আমি দেবো!"
এদিন কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীকে তোপ দেগে বলেন, "আমি হাসপাতালে আসছি শুনে উনিও আসছেন। ওনার তো আগে আসানসোল যাওয়া উচিত। কারণ ওনার জন্যই সেখানে মানুষের মৃত্যু হয়েছে।" নন্দীগ্রামে ২ এর ভেটুরিয়া সমবায় নির্বাচনে বড় জয় পেয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপিকে ১২-০ ব্যবধানে হারানোর পরে কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল।
advertisement
প্রসঙ্গত, নন্দীগ্রাম ২-এ ভেটুরিয়া সমবায় নির্বাচন ঘিরে রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়। দুই দলেই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে দুই তরফেই আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন, দক্ষিণ আফ্রিকায় গ্য়াস ট্য়াঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত বহু! দগ্ধ হয়ে রাস্তায় ছুটছেন মানুষ
আরও পড়ুন, বড়দিনের আনন্দে বড় কোপ! সঙ্গী খারাপ আবহাওয়া? জানুন হাওয়া অফিসের পূর্বাভাস
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে নন্দীগ্রামে ভেটুরিয়া সমবায় নির্বাচনে নিরঙ্কুশ জেতাকে বড় সাফল্য হিসাবে দেখছে তৃণমূল। এই নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সমবায় নির্বাচনের দিনই বিজেপি এবং তৃণমূল কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিজেপির অভিযোগ, পুলিশের সামনে তাদের উপর হামলা হয়েছে। অন্যদিকে, তৃণমূলের দাবি, বিজেপি বাইরে থেকে লোক জড়ো করে হামলা চালিয়েছিল।
সুজিত ভৌমিক