শুভেন্দুর দাবি, লক্ষীর ভাণ্ডারের টাকা রাজ্যসরকার নিজে দেবে বলে ভোট নিয়েছে। কিন্তু দিচ্ছে কেন্দ্রীয় স্কিমের টাকা থেকে, প্রথমে ICDS-এর টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেমেন্ট করছে মনোজ পন্থ। পরে পেমেন্ট পেয়ে মিড ডে মিলের টাকাকে এই কাজে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমার কাছে সব তথ্য আছে। এবার বাচ্চাদের স্কুলে আপনার ভাইপো কমিশন নিয়ে যে পোশাকগুলো দিয়েছে, সেগুলি কেউ পরতে পারছে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জানিয়েছি আগামী বছর থেকে স্কুল ব্যাগ, পোশাক, জুতোর টাকা অভিভাবকদের অ্যাকাউন্টে DBD করে পাঠাতে।
advertisement
আরও পড়ুন: পাড়ায় পাড়ায় মাদুর পাতুন, দলের কর্মীদের অভিনব নির্দেশ বামনেত্রী মিনাক্ষীর!
হলদিয়ার সুতাহাটায় বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: নিশানায় এবার পার্থর 'ডিরেক্টর' জামাই, কল্যাণময়ের থেকে 'বিস্ফোরক' তথ্য মেলার অপেক্ষায় ইডি
শুভেন্দুর কথায়, ''মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত মিথ্যা কথা বলে যাচ্ছেন। পাহাড় হাসছে কই? বিমল গুরুংকে দেখা যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, জঙ্গলমহল হাসছে, কোথায় হাসছে? কুর্মী আন্দোলনে গত পাঁচ থেকে ছ-দিন জঙ্গলমহল, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন। মমতা বন্দ্যোপাধ্যায় যে সারাদিন মিথ্যা কথা বলছে, এগুলো তারই ফল। সে জন্যই রাজ্য এনআরপি-তে চলছে।''