শুভেন্দুর কটাক্ষ, "হলদিয়া বন্দরের অচলাবস্থা নিয়ে ভাইপোকে জিজ্ঞেস করুন। উনি ভালো উত্তর দিতে পারবেন। কারণ উনিই গন্ডগোল লাগিয়েছেন। বিষয়টি ভাইপোর মাল তোলার ব্যবসা ছাড়া কিছু নয়।" এদিন তিনি আরও বলেন, ''কেন্দ্রীয় পার্টির সিদ্ধান্ত মেনে বিজেপির লক্ষ্য একটাই- পিসি ভাইপো মুক্ত বাংলা গড়া। পরিবারবাদ তোষনবাদকে খতম করা।''
আরও পড়ুন: কে গুরুপদ মাঝি? শুক্রবার 'বোমা' ফাটানোর প্রতিশ্রুতি শুভেন্দুর! তোলপাড় বাংলা
advertisement
হলদিয়ায় দলের ক্লোজ ডোর কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি বলেন, "পরিবারবাদ এবং তোষনের হাত থেকে বাংলাকে বাঁচানোই বিজেপির লক্ষ্য। পিসি এবং ভাইপোর হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে।" সোনারপুরে বাড়ি করতে গিয়ে তোলা দিতে পারেননি। সেই 'অপরাধে' এক গৃহবধূকে স্থানীয় তৃণমূলের একদল নেতা তাঁকে সামাজিক বয়কট করেছে, এই অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, ''বাংলায় জঙ্গলরাজ চলছে। পিসি আবার পুলিশ মন্ত্রী।''
আরও পড়ুন: মোজার মধ্যে এ কী নিয়ে যাচ্ছিলেন যাত্রী! কলকাতা এয়ারপোর্টে ধরা পড়তেই চক্ষু চড়কগাছ সকলের
এদিনের বৈঠকে উপস্থিন হন গত বিধানসভা নির্বাচনে জেলার সমস্ত বিজেপি প্রার্থীরাও।