প্রায় প্রতি বছরই শ্যামাপদ বাবু বেরিয়ে পড়েন শিবের মাথায় জল ঢালার জন্য। তার মনে একটা সুপ্ত ইচ্ছা ছিল যে স্ত্রী রিংকু লাহা মোদকও যাবেন তাঁর সঙ্গে। সেই কারণে এই বছর একেবারে শিব দুর্গা সেজে জুটি বানিয়ে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় থেকে জল নিয়ে বিবড়দা গ্রাম পর্যন্ত রওনা দিয়েছেন তাঁরা। শুশুনিয়া পাহাড়ের কোলে শিব দুর্গাকে দেখতে পেয়ে যথেষ্ট খুশি সাধারণ মানুষ। মানুষের উৎসাহই এই দীর্ঘ পথ অতিক্রম করতে ইন্ধন দেবে দম্পতিকে, এমনটাই মনে করছেন তাঁরা।
advertisement
আরও পড়ুন : Durga Pujo : নিজের গয়না জোটে না, কিন্তু তাঁর তৈরি গয়নায় সেজে ওঠেন দুর্গা! চাহিদা বিদেশেও
শ্রাবণ মাসের শেষ সোমবার! শিব ভক্তদের উন্মাদনা একেবারে তুঙ্গে। বাবার মাথায় জল ঢালতেই হবে। বাঁকুড়ার পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় প্রচুর। জল সংগ্রহ করে যে যার মত করে পৌঁছে যাচ্ছেন শৈবক্ষেত্রগুলিতে। প্রত্যেকের কাছে রয়েছে নতুন নতুন থিম। কেউ বানিয়েছেন আস্ত কেদারনাথ মন্দির, আবার কেউ বানিয়েছেন অপারেশন সিন্দুরের মিসাইল। বাঁকুড়ার গ্রাম বিবড়দার এই দম্পতিও সেজে ফেললেন শিব দুর্গার বেশে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আসছে বছর আবার হবে! আবার শিব ভক্তদের দেখা যাবে অদ্ভুত অদ্ভুত থিম নিয়ে জল ঢালতে যেতে। চারিদিক সেজে উঠবে গেরুয়াতে। শ্রাবণ মাসের বৃষ্টির ধারা কমেছে কিছুটা। তার মধ্যেই শ্রাবণ মাসের শেষ সোমবার। মন খারাপ নিয়ে উন্মাদনার সঙ্গে এগিয়ে চলেছেন শিব ভক্তেরা।