TRENDING:

Durga Puja 2025: মণ্ডপে ঢুকলে যেন ফিরে যাবেন আদিম যুগে! বাঁকুড়ার মণ্ডপে জ্বলজ্বল করছে একটুকরো ইতিহাস! বাড়ি বসেই দেখুন

Last Updated:

Durga Puja 2025: দুর্গাপুজোর থিমে ‘আদিম যুগের আদি মা’। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই থিমের মাধ্যমে কয়েক হাজার বছর আগেকার মানব সভ্যতার জীবনযাত্রা ফুটিয়ে তোলা হয়েছে। বাঁকুড়ায় তৈরি হয়েছে এই মণ্ডপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতি এই বছর ১৪ তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছর অভিনব থিমের মাধ্যমে দর্শনার্থীদের চমক দিলেও এবার তাঁদের ভাবনা যেন একেবারেই অন্যরকম। এবারের থিমের নাম, ‘আদিম যুগের আদি মা’। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই থিমের মাধ্যমে কয়েক হাজার বছর আগেকার মানব সভ্যতার জীবনযাত্রা ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement

সেই সময় মানুষ কীভাবে বসবাস করতেন, জীবনযাপন কেমন ছিল, প্রকৃতির সঙ্গে তাঁদের যোগাযোগ কতটা নিবিড় ছিল, সেই দৃশ্যই মণ্ডপসজ্জায় ধরা পড়বে। প্যান্ডেলে প্রবেশ করলে দর্শনার্থীরা যেন এক মুহূর্তে সেই আদিম যুগে ফিরে যাবেন।

আরও পড়ুনঃ কেরালার কথাকলি থেকে বিষ্ণুপুরের মাতৃমন্দির! শহরের পুজোকে টেক্কা দিচ্ছে মেদিনীপুরের দুই মণ্ডপ, মিস করবেন না

advertisement

আয়োজকদের প্রত্যাশা, এই বছর অন্যান্য বছরের তুলনায় আরও বেশি ভিড় হবে। কারণ, বর্তমানে প্রত্যেকে পুজোর আনন্দে ঘর থেকে বেরোচ্ছেন, একের পর এক মণ্ডপ ঘুরে দেখছেন। ফলে মানুষের আগ্রহে সমিতির সদস্যদের মধ্যেও বাড়তি উচ্ছ্বাস যোগ হয়েছে।

অন্যান্যবারের মতো এই বছরও বিশেষ আকর্ষণ মণ্ডপের আলোকসজ্জা। দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেওয়ার জন্য নানা রঙিন আলোর ছটা রাখা হয়েছে। প্যান্ডেলের প্রতিটি কোণজুড়ে আলোয় ঝলমল করবে সৃজনশীলতার ছোঁয়া, যা দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে উদ্যোক্তাদের দাবি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

সমিতির পক্ষ থেকে বাঁকুড়া জেলা ও জেলার বাইরের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই অভিনব থিমের মাধ্যমে দুর্গোৎসবের আনন্দে দর্শনার্থীরা এক ভিন্ন স্বাদ পাবেন। এই বছর শুশুনিয়ার দুর্গোৎসব তাই শুধু নয়নাভিরামই নয়, ইতিহাসের এক জীবন্ত উপস্থাপনা হয়ে উঠেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: মণ্ডপে ঢুকলে যেন ফিরে যাবেন আদিম যুগে! বাঁকুড়ার মণ্ডপে জ্বলজ্বল করছে একটুকরো ইতিহাস! বাড়ি বসেই দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল