সেই সংগৃহীত তথ্য ট্যাবের সাহায্যে সংশ্লিষ্ট কোম্পানির পোর্টালে আপলোড করছিলেন তিনি। কিন্তু সঠিক কী কারণে তিনি এই ডেটা সংগ্রহ করছেন সে বিষয়ে কাউকেই কোন পরিষ্কার উত্তর দিতে পারেননি ওই সুজানা সানা। এলাকার মানুষের সন্দেহ হতেই তাঁরা ওই যুবতীকে আটক করে বৃহস্পতিবার সন্ধ্যায়। এরপর তাঁকে স্থানীয় জনপ্রতিনিধির কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেও এ বিষয়ে সঠিক কোন তথ্য দিতে পারেননি ওই তরুণী। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কাঁঠালবেরিয়া শিমুলতলা মোড়ে।
advertisement
আরও পড়ুনঃ সাতসকালে চাষ জমিতে ধারালো হাসুয়া নিয়ে গৃহবধূর উপর চড়াও! কান কেটে…! ভয়ঙ্কর ঘটনা মালদহে
এরপর বাসন্তী থানার পুলিশ এসে তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের দাবি, যে তরুণী এই তথ্য সংগ্রহ করছিলেন তাঁর কাছে কোন সরকারি অনুমতিপত্র ছিল না। এই ধরনের তথ্য সংগ্রহ করতে গেলে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা নিদেনপক্ষে জেলাশাসকের অনুমতি প্রয়োজন। কিন্তু এই তরুণী তার কিছুই দেখাতে পারেননি।
তাহলে কী কারণে এই এলাকার মানুষের গোপন তথ্য তিনি সংগ্রহ করছিলেন তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। এদিকে এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ যথেষ্ট উদ্বিগ্ন।