TRENDING:

সাবধান! যুবতী মেয়েদের জালে একদম পা দেবেন না, বাড়ি বাড়ি গিয়ে গোপন...! বাসন্তীতে উত্তেজনা

Last Updated:

Basanti: সুজাতা সানা নামে এক ‌যুবতী বাসন্তীর কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে মহিলাদের কাছ থেকে নানা ধরনের তথ্য সংগ্রহ করছিলেন। অথচ নেই কোন অনুমতি পত্র। সন্দেহ হতেই যুবতীকে পুলিশের হাতে তুলে দিলেন এলাকার মানুষ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাসন্তী, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: একটি বেসরকারি কেন্দ্রীয় সংস্থার হয়ে সুজাতা সানা নামে এক ‌যুবতী বাসন্তীর কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে মহিলাদের কাছ থেকে নানা ধরনের তথ্য সংগ্রহ করছিলেন বৃহস্পতিবার দিনভর। পাশাপাশি আঁধার কার্ড-সহ নানা সচিত্র পরিচয় পত্র ও গোপন তথ্য জানতে চাইছিলেন। অথচ তাঁর কাছে নেই কোন বৈধ অনুমতিপত্র। সন্দেহ হতেই যুবতীকে পুলিশের হাতে তুলে দিলেন এলাকার মানুষ।
বাসন্তীতে যুবতী মহিলার সন্দেহভাজন কার্যকলাপে বিতর্ক
বাসন্তীতে যুবতী মহিলার সন্দেহভাজন কার্যকলাপে বিতর্ক
advertisement

সেই সংগৃহীত তথ্য ট্যাবের সাহায্যে সংশ্লিষ্ট কোম্পানির পোর্টালে আপলোড করছিলেন তিনি। কিন্তু সঠিক কী কারণে তিনি এই ডেটা সংগ্রহ করছেন সে বিষয়ে কাউকেই কোন পরিষ্কার উত্তর দিতে পারেননি ওই সুজানা সানা। এলাকার মানুষের সন্দেহ হতেই তাঁরা ওই যুবতীকে আটক করে বৃহস্পতিবার সন্ধ্যায়। এরপর তাঁকে স্থানীয় জনপ্রতিনিধির কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেও এ বিষয়ে সঠিক কোন তথ্য দিতে পারেননি ওই তরুণী। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কাঁঠালবেরিয়া শিমুলতলা মোড়ে।

advertisement

আরও পড়ুনঃ সাতসকালে চাষ জমিতে ধারালো হাসুয়া নিয়ে গৃহবধূর উপর চড়াও! কান কেটে…! ভয়ঙ্কর ঘটনা মালদহে

এরপর বাসন্তী থানার পুলিশ এসে তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের দাবি, যে তরুণী এই তথ্য সংগ্রহ করছিলেন তাঁর কাছে কোন সরকারি অনুমতিপত্র ছিল না। এই ধরনের তথ্য সংগ্রহ করতে গেলে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা নিদেনপক্ষে জেলাশাসকের অনুমতি প্রয়োজন। কিন্তু এই তরুণী তার কিছুই দেখাতে পারেননি।

advertisement

View More

আরও পড়ুনঃ কলেজ ক্যাম্পাসে থাকা মূল্যবান গাছ কেটে বিক্রি! তৃণমূল ছাত্র নেতাদের মদতেই বেআইনি কার্যকলাপ! ফুঁসছে পড়ুয়ারা

তাহলে কী কারণে এই এলাকার মানুষের গোপন তথ্য তিনি সংগ্রহ করছিলেন তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। এদিকে এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ যথেষ্ট উদ্বিগ্ন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাবধান! যুবতী মেয়েদের জালে একদম পা দেবেন না, বাড়ি বাড়ি গিয়ে গোপন...! বাসন্তীতে উত্তেজনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল