সম্প্রতি এনআইএ ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের যৌথ অভিযানে ব্যাঙ্গালোরেও রামেশ্বরম কাফে বিস্ফোরণের দুই মাস্টারমাইন্ডকে গ্রেফতার করে নিউ দিঘার একটি বেসরকারি হোটেল থেকে। যার ফলে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে দিঘার হোটেলগুলিতে পর্যটকদের নিরাপত্তা বিষয়ে! ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, বাড়ানও হয়েছে দিঘার হোটেলগুলিতে নজরদারি। সম্প্রতি অতীতে দিঘার হোটেলগুলিতে পর্যটকদের আনা গোনা অতিথি পোর্টালের মাধ্যমে হোটেলে রেজিস্টারে নথিভুক্ত করতে হত। এবার থেকে জেলা পুলিশের তরফে একটি অ্যাপসের মাধ্যমে পর্যটকদের আসা যাওয়ার ওপর নজরদারি
advertisement
চালানো হবে।
আরও পডুন : পারদ চড়তেই রাস্তায় ওআরএস বিলি ট্রাফিক পুলিশের! কোথায় হল জানেন
যে সমস্ত পর্যটকেরা হোটেলে ওঠেন আধার কার্ড বা আইডেন্টি কার্ড দিয়ে হোটেলে রেজিস্টার করার। সেই আধার কার্ড বা আইডেন্টি কার্ড বৈধ কিনা তা খতিয়ে দেখতে এই অ্যাপস কাজ করবে। ইতিমধ্যেই দিঘা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ পাত্র সহ পুলিশ আধিকারিকেরা দিঘার বিভিন্ন হোটেলগুলিতে এই অ্যাপস নিয়ে হোটেল কর্মচারীদেরকে সতর্ক এবং প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন। যাতে হোটেল কর্মচারীরা সহজেই বুঝে যেতে পারেন কোনকার্ডটি বৈধ কোনটি অবৈধ! এমন কিছু সন্দেহজনক দেখলে তারা যেন লোকাল থানার সঙ্গে যোগাযোগ করে সে বিষয়ে তাদেরকে অবহিত করান দিঘা থানার ওসি অভিজিৎ পাত্র। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে দিঘায় আসার পর্যটকদের নিরাপত্তা আরওজোরদার করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবার পর্যটকদের দিঘায় যাওয়া আসার ওপর অ্যাপসে নজরদারি চালানো হবে। ইতিমধ্যেই দিঘার বিভিন্ন হোটেলগুলিতে পুলিশ অধিকারিকেরা পর্যটকদের নিরাপত্তা বিষয়ে নানান পরামর্শ ও সতর্ক করছেন হোটেল কর্মচারীদের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
দিঘাকে সমস্ত রকমের অপরাধ মুক্ত করতে এই পদক্ষেপ পুলিশ প্রশাসনের। এই পদক্ষেপ আগামী দিনে কতটা ফলপ্রসূ হবে তা সময় বলবে।
সৈকত শী