সুন্দরবনের বাঘ ক্যামেরাবন্দি হওয়ায় যেমন পর্যটক খুশি তেমনি এই পর্যটন ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ী ও গাইডরা ভীষণ খুশি। বিশেষ করে বারে বারে বাঘের দর্শন মেলায় পর্যটকদের ঢল যেমন নামছে সুন্দরবনে,তেমনি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের রুজি রোজগার ও বাড়ছে। যদিও বেশ কয়েকদিন আগে সুন্দরবনের কৈখালীতে লোকালয় বাঘ ঢুকে যাওয়ায় আতঙ্কিত হয়েছিল এলাকার বাসিন্দারা। তবে সেই বাঘ বনদফতরের কর্মীরা খাঁচা বন্দি করে আবারও সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেয়া হয়।
advertisement
আরও পড়ুন: উপোস করে শিবলিঙ্গে কী কী অর্পণ করবেন? কোন জিনিসে কী ফল পাবেন? জানুন জ্যোতিষীর মত
যদিও সেই সময় বনদফতরের এক আধিকারিক বলেন সুন্দরবনে বাঘের সংখ্যা আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর সেই কারণে হয়তো বার বার এ সুন্দরবনের ঘুরতে আসা পর্যটকদের দেখা মিলছে এই রয়েল বেঙ্গল টাইগারের। যদিও মৌসুমের শুরু থেকে বারে বারে দেখা মিলেছিল আবার শীত যাওয়ার মুখে বাঘের দেখা পেল পর্যটকরা। গত কয়েকদিন আগে বারুইপুর থেকে আসা কয়েকজন পর্যটক বাঘের দেখা পেয়েছিল। আবারও দেখতে পেল পর্যটকরা বেজাই খুশি এত কাছ থেকে সুন্দরবনের রাজাকে দেখতে পেয়ে।
সুমন সাহা