TRENDING:

Bhatar Pond Fire: পুকুুরের জলে দাউ দাউ করে জ্বলছে আগুন! বর্ধমানে আজব কাণ্ড, নেভাতে এসে অবাক দমকল

Last Updated:

মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমানের ভাতারের কালুত্তক গ্রামের একটি পুকুরের জল দাউ দাউ করে জ্বলতে শুরু করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলে আগুন! ভর দুপুরে দাউদাউ করে জ্বলছে পুকুরের জল। পূর্ব বর্ধমানের ভাতারের কালুত্তক গ্রামের ঘটনা। কেউ বলছেন অলৌকিক ব্যাপার, কেউ বলছেন ভৌতিক কাণ্ড। বয়স্করা বলছেন, ‘এভাবে পুকুরের জলে আগুন কোনওদিন দেখিনি।’ আগুনের শিখা যেন আকাশ ছুঁতে চাইছিল। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। অবশেষে দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু পুকুরের জলে এভাবে আগুন লাগার কারণ কী, শুনলে অবাক হবেন আপনি।
এমনই ভয়াবহ আকার নেয় পুকুরের জলে লাগা আগুন৷
এমনই ভয়াবহ আকার নেয় পুকুরের জলে লাগা আগুন৷
advertisement

মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমানের ভাতারের কালুত্তক গ্রামের একটি পুকুরের জল দাউ দাউ করে জ্বলতে শুরু করে। আগুনের লেলিহান শিখা দেখে  আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে এসে অবাক দমকল বিভাগের আধিকারিকরাও। তাঁরাও বললেন, ‘আমরা পুকুর থেকে জল তুলে আগুন নেভাই। এই প্রথম পুকুরে লাগা আয়েগুন নেভাতে আসতে হল।’

স্থানীয় সূত্রে জানা গিছে, গত তিন মাস আগে ওই পুকুরে একটি তেলের ট্যাঙ্কার উল্টে গিয়েছিল। তা থেকে প্রচুর পরিমাণে তেল পড়ে গিয়েছিল। পুকুরে প্রচুর পরিমাণে পানাও ছিল। আজ দুপুরে হঠাৎ করে সেই পানায় আগুন ধরে যায়। কীভাবে আগুন লাগল তা জানতে পারেননি গ্রামের মানুষজন। তবে পুলিশ তদন্ত করছে।

advertisement

আগুনের শিখা এতটাই উঁচু হয়েছিল যে গোটা গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনেন দমকল কর্মীরা।

দমকল বিভাগের আধিকারিকরা জানান, কয়েক মাস আগে তেলের ট্যাঙ্কার পড়ে গিয়েছিল এই পুকুরে। সেই তেল জলে ভাসছিল। শুকনো পানার সঙ্গে মিশে ছিল। কেউ জ্বলন্ত বিড়ি বা সিগারেটের অবশিষ্ট  অংশ অসাবধনতায় ফেলে থাকতে পারেন। আবার কেউ ইচ্ছাকৃতভাবেও আগুন লাগিয়ে থাকতে পারে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে বলে জানা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘার জগন্নাথ মন্দির তো দেখেছেন..! রামনগরে ‘এই’ জগন্নাথ মন্দির কি দেখেছেন? না দেখলে 'মিস'
আরও দেখুন

এলাকার বাসিন্দারা বলছেন, পাশে খড়ের চালের বাড়ি ছিল। বিদ্যুতের ট্রান্সফর্মার ছিল। আগুনে সেসব ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে বিপদ কিছু ঘটেনি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bhatar Pond Fire: পুকুুরের জলে দাউ দাউ করে জ্বলছে আগুন! বর্ধমানে আজব কাণ্ড, নেভাতে এসে অবাক দমকল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল