দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠ উপকূল থানার এলাকায় গত শুক্রবারের পর আবারও বাঘ দেখলেন স্থানীয় এক মৎস্যজীবি সোমবার। এইভাবে বারবার লোকালয়ে বাঘে আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসীরা। সোমবার সারারাত আগুন জালিয়ে গ্রাম পাহারায় ছিল গ্রামবাসীরা,বন কর্মীরা ও টাইগার টিমের কর্মীরা। ইতিমধ্যে সোমবার থেকে নাইলনের জাল দিয়ে ঘেরার কাজ করছে বন কর্মীরা।
advertisement
সোমবার দক্ষিণ বৈকুন্ঠপুরে বাঘের আনাগোনার পর মঙ্গলবার সেখান থেকে ২ কিমি দূরে উওর বৈকুন্ঠপুরে মাকড়া নদী লাগোয়া এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পেলেন গ্রামবাসীরা। আর তার পরেই আতঙ্কিত এলাকার মানুষ। এদিন বনকর্মীরা ফাঁকা থাকা এলাকায় আবার নাইলনের জাল দিয়ে ঘেরার কাজ শুরু করেছে।
এদিন বন কর্মীরা জানান,বাঘটি ক্ষুধার্ত থাকায় জঙ্গল থেকে লোকালয়ের দিকে চলে আসে সোমবার। মঙ্গলবারও তাঁর উপস্থিতি বোঝা যাচ্ছে দক্ষিণ বৈকন্ঠপুরের পরে উত্তর বৈকন্ঠপুর এলাকায়। তবে আমরা তৎপর আছি। বাঘটিকে ধরবার সবরকং প্রচেষ্টা চালানো হচ্ছে।
সুমন সাহা