TRENDING:

Royal Bengal Tiger: এখন কোথায় রয়েছে কুলতুলির রয়্যাল বেঙ্গল টাইগার! আতঙ্কের প্রহর গুনছে গ্রামবাসীরা

Last Updated:

Royal Bengal Tiger: বাঘের আতঙ্ক পিছু ছাড়ছে না কুলতলি মৈপীঠের মানুষের। সোমবারের পর মঙ্গলবার ও আবার বাঘের আতঙ্কে সুন্দরবনের কুলতলি বিধানসভার মৈপীঠ উপকূল থানার উওর ও দক্ষিন বৈকুন্ঠপুর এলাকার বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুলতলি: বাঘের আতঙ্ক পিছু ছাড়ছে না কুলতলি মৈপীঠের মানুষের। সোমবারের পর মঙ্গলবার ও আবার বাঘের আতঙ্কে সুন্দরবনের কুলতলি বিধানসভার মৈপীঠ উপকূল থানার উওর ও দক্ষিন বৈকুন্ঠপুর এলাকার বাসিন্দারা। শীতের শুরু থেকেই অনবরত লোকালয়ে বাঘের হানা দেখা যাচ্ছে সুন্দরবনের কুলতলি ও মৈপীঠের বিভিন্ন এলাকায়। বাঘের আতঙ্কে এখনো আতঙ্কিত গোটা মৈপীঠ।
advertisement

দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠ উপকূল থানার এলাকায় গত শুক্রবারের পর আবারও বাঘ দেখলেন স্থানীয় এক মৎস্যজীবি সোমবার। এইভাবে বারবার লোকালয়ে বাঘে আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসীরা। সোমবার সারারাত আগুন জালিয়ে গ্রাম পাহারায় ছিল গ্রামবাসীরা,বন কর্মীরা ও টাইগার টিমের কর্মীরা। ইতিমধ্যে সোমবার থেকে নাইলনের জাল দিয়ে ঘেরার কাজ করছে বন কর্মীরা।

advertisement

সোমবার দক্ষিণ বৈকুন্ঠপুরে বাঘের আনাগোনার পর মঙ্গলবার সেখান থেকে ২ কিমি দূরে উওর বৈকুন্ঠপুরে মাকড়া নদী লাগোয়া এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পেলেন গ্রামবাসীরা। আর তার পরেই আতঙ্কিত এলাকার মানুষ। এদিন বনকর্মীরা ফাঁকা থাকা এলাকায় আবার নাইলনের জাল দিয়ে ঘেরার কাজ শুরু করেছে।

আরও পড়ুনঃ West Medinipur News: চাষবাস ছেড়ে যোগ সেনাতে, পাকিস্তানের বিরুদ্ধে লড়েছেন বুক চিতিয়ে! আরও এক বাঙালির অজানা বীরগাথা

advertisement

View More

এদিন বন কর্মীরা জানান,বাঘটি ক্ষুধার্ত থাকায় জঙ্গল থেকে লোকালয়ের দিকে চলে আসে সোমবার। মঙ্গলবারও তাঁর উপস্থিতি বোঝা যাচ্ছে দক্ষিণ বৈকন্ঠপুরের পরে উত্তর বৈকন্ঠপুর এলাকায়। তবে আমরা তৎপর আছি। বাঘটিকে ধরবার সবরকং প্রচেষ্টা চালানো হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Royal Bengal Tiger: এখন কোথায় রয়েছে কুলতুলির রয়্যাল বেঙ্গল টাইগার! আতঙ্কের প্রহর গুনছে গ্রামবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল