TRENDING:

ইনডোর গেম থেকে অডিও-ভিজুয়াল ক্লাস! সুন্দরবনের প্রত্যন্ত এলাকার স্কুল হার মানাবে কলকাতার চাকচিক্য, পড়ুয়াদের জন্য কী কী সুবিধা রয়েছে জানুন

Last Updated:

Sundarbans School: সুন্দরবনের প্রত্যন্ত এলাকার স্কুল কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন। লেখাপড়ার পাশাপাশি পড়ুয়াদের জন্য রয়েছে ইনডোর গেমের সুবিধা। টেবিল টেনিস, জিমন্যাস্টিকস, দাবা, ক্যারাটে - প্রতিটি খেলায় উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছে ছাত্রছাত্রীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: শিক্ষার সঙ্গে খেলাধুলার হাত ধরে এগিয়ে কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন। উত্তর ২৪ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় অবস্থিত হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন আজ এক অনন্য উদাহরণ। এখানে শুধু পড়াশোনা নয়, শিক্ষার সঙ্গে খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়া হয়। এই বিদ্যালয়ের মূল মন্ত্র – “সুস্থ দেহে সুস্থ মন, আর মন থেকে গড়ে ওঠে প্রকৃত শিক্ষা।”
advertisement

বিদ্যালয়ে ইনডোর গেমের ক্ষেত্রে রয়েছে একাধিক আধুনিক ব্যবস্থা। টেবিল টেনিস, জিমন্যাস্টিকস, দাবা, ক্যারাটে – প্রতিটি খেলায় ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছে। ক্লাসের বই আর খাতার বাইরে, এই খেলাগুলিই তৈরি করছে তাদের আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা।

আরও পড়ুনঃ চলন্ত বাইকের ইঞ্জিন থেকে ধোঁয়া, ব্রেক কষতেই দাউদাউ করে জ্বলে উঠল আগুন! ফরাক্কার এনটিপিসি মোড়ে ভয়াবহ দৃশ্য, দেখুন ভিডিও

advertisement

স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে গড়ে উঠেছে এমন এক পরিবেশ, যেখানে পড়াশোনা আর খেলাধুলা একে অপরের পরিপূরক। প্রশিক্ষকদের যত্নে প্রতিদিনই চলে অনুশীলন। আধুনিক প্রযুক্তির সুবিধা নিয়েও স্কুলটি এগিয়ে। অনলাইনে জয়েন্ট স্কিন ব্যবস্থার মাধ্যমে বাইরের বিশেষজ্ঞ প্রশিক্ষকেরাও নিয়মিত প্রশিক্ষণ দেন ছাত্রছাত্রীদের। ফলাফলও মিলছে হাতে হাতে। এখানকার বহু শিক্ষার্থী রাজ্যস্তরের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে, সুন্দরবনে সাত পাকে দুই তরুণী ! রিয়া-রাখির প্রেমের নজির
আরও দেখুন

স্থানীয় মানুষজন, অভিভাবক ও প্রাক্তন ছাত্রছাত্রীদের চোখে আজ এই প্রতিষ্ঠান এক গর্বের নাম। এক কথায়, কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন আজ শুধুই একটি স্কুল নয়, এটি এক সমন্বিত শিক্ষাঙ্গন, যেখানে পাঠ্যবইয়ের সঙ্গে মাঠের ঘাম ঝরানো খেলাধুলা সমানভাবে শেখায় জীবনের পাঠ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইনডোর গেম থেকে অডিও-ভিজুয়াল ক্লাস! সুন্দরবনের প্রত্যন্ত এলাকার স্কুল হার মানাবে কলকাতার চাকচিক্য, পড়ুয়াদের জন্য কী কী সুবিধা রয়েছে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল