বিদ্যালয়ে ইনডোর গেমের ক্ষেত্রে রয়েছে একাধিক আধুনিক ব্যবস্থা। টেবিল টেনিস, জিমন্যাস্টিকস, দাবা, ক্যারাটে – প্রতিটি খেলায় ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছে। ক্লাসের বই আর খাতার বাইরে, এই খেলাগুলিই তৈরি করছে তাদের আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা।
advertisement
স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে গড়ে উঠেছে এমন এক পরিবেশ, যেখানে পড়াশোনা আর খেলাধুলা একে অপরের পরিপূরক। প্রশিক্ষকদের যত্নে প্রতিদিনই চলে অনুশীলন। আধুনিক প্রযুক্তির সুবিধা নিয়েও স্কুলটি এগিয়ে। অনলাইনে জয়েন্ট স্কিন ব্যবস্থার মাধ্যমে বাইরের বিশেষজ্ঞ প্রশিক্ষকেরাও নিয়মিত প্রশিক্ষণ দেন ছাত্রছাত্রীদের। ফলাফলও মিলছে হাতে হাতে। এখানকার বহু শিক্ষার্থী রাজ্যস্তরের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় মানুষজন, অভিভাবক ও প্রাক্তন ছাত্রছাত্রীদের চোখে আজ এই প্রতিষ্ঠান এক গর্বের নাম। এক কথায়, কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন আজ শুধুই একটি স্কুল নয়, এটি এক সমন্বিত শিক্ষাঙ্গন, যেখানে পাঠ্যবইয়ের সঙ্গে মাঠের ঘাম ঝরানো খেলাধুলা সমানভাবে শেখায় জীবনের পাঠ।





