Bike Fire: চলন্ত বাইকের ইঞ্জিন থেকে ধোঁয়া, ব্রেক কষতেই দাউদাউ করে জ্বলে উঠল আগুন! ফরাক্কার এনটিপিসি মোড়ে ভয়াবহ দৃশ্য, দেখুন ভিডিও
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Farakka Bike Fire: চলন্ত বাইকের ইঞ্জিন থেকে হঠাৎ বের হয় ধোঁয়া। চালক তড়িঘড়ি বাইক দাঁড় করাতেই লাগল আগুন। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে উঠল বাইক। ফরাক্কার NTPC মোড়ে চাঞ্চল্যকর দৃশ্য। অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক
ফরাক্কা, মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মুর্শিদাবাদের ফরাক্কার NTPC মোড়ে হঠাৎই চলন্ত মটরবাইকে ধোঁয়া। মুহূর্তের মধ্যে বাইকে ধরে গেল আগুন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ফরাক্কাতে। যদিও প্রাণে বাঁচলেন মটরবাইক চালক।
জানা গিয়েছে, বুধবার সকাল সকাল ফরাক্কা থানার অন্তর্গত এনটিপিসি মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের উপর ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। চলন্ত বাইকে আচমকাই ধোঁয়া এবং তা থেকে আগুন লেগে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ দৌড়ে পার করেছেন সমস্ত প্রতিকূলতা! কুঁড়ে ঘর থেকে জাতীয় স্তরে, সচিন তেন্ডুলকরের হাত থেকে পুরস্কার নেওয়া সিভিক ভলান্টিয়ার নির্মল মাহাতো ক্রীড়া জগতের অনুপ্রেরণা
মালদহের চাঁচল ব্লকের বিডিও অফিসের কর্মী অমিয় মণ্ডল। বুধবার সকালে নিজের বাইকে করে চাঁচল থেকে ফরাক্কার ব্রাহ্মণগ্রামে বাড়িতে ফিরছিলেন। এনটিপিসি মোড়ের কাছে আসতেই তিনি দেখতে পান বাইকের ইঞ্জিন থেকে ধোঁয়া উঠছে। পরিস্থিতি বুঝে তিনি দ্রুত রাস্তার পাশে বাইকটি দাঁড় করান। বাইক থামানোর কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি দাউদাউ করে জ্বলে ওঠে। অমিয়বাবু কোনওরকমে সেখান থেকে সরে গিয়ে প্রাণে রক্ষা পান। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে গোটা বাইক। ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় মানুষজন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভোররাতে চালকের চোখে ঘুম! বিষ্ণুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল লরি, কপালজোরে প্রাণ রক্ষা
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, “সবটা ঘটেছে কয়েক সেকেন্ডে। ধোঁয়া উঠতে দেখেই বাইক থামানোর চেষ্টা করেছিলেন তিনি। বাইক কোনরকমে থামতেই মুহূর্তে আগুন লেগে যায়। এত দ্রুত এবং এভাবে চলন্ত বাইকে আগুনের ঘটনায় সবাই হতবাক।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সকালের ব্যস্ত সময়ে এমন ঘটনা ঘিরে এনটিপিসি মোড়ে চাঞ্চল্য ছড়ায়। যদিও ভাগ্য ভাল, চালক অমিয় মণ্ডল প্রাণে রক্ষা পেয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। তবে আচমকা বাইকে এই ধরনের অগ্নিকান্ডের ঘটনায় হতবাক পুলিশ থেকে সাধারণ মানুষ সকলেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
November 05, 2025 12:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike Fire: চলন্ত বাইকের ইঞ্জিন থেকে ধোঁয়া, ব্রেক কষতেই দাউদাউ করে জ্বলে উঠল আগুন! ফরাক্কার এনটিপিসি মোড়ে ভয়াবহ দৃশ্য, দেখুন ভিডিও
