TRENDING:

কোটাল এলেই ভাঙছে বাঁধ! নদী গ্রাস করছে গোটা গ্রাম! রাজ্যের অন্যতম সেরা ভ্রমণ ঠিকানার পাশেই এই হাল

Last Updated:

Sundarbans: প্রশাসনের দায়সারা কাজের জেরে নদীবাঁধে ধস গোসাবায়, আতঙ্কিত এলাকার মানুষজন। প্রায় ৪০ ফুট বাঁধ ধসে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোসাবা, সুমন সাহা: গত কয়েকদিনের ভারি বৃষ্টি ও অমাবস্যার ভরা কোটালে জলের চাপে এবার বাঁধে ধস নামল গোসাবার গ্রামে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের বালি ১ গ্রাম পঞ্চায়েতের আমলামেথি গ্রামে গোমর নদীর বাঁধে হঠাৎই ধস নামে। প্রায় ৪০ ফুট নদীবাঁধ ধসের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি সেচ দফতরে খবর দিলে সেচ দফতরের কর্মীরা এসে বাঁধ মেরামতির কাজ শুরু করেন।
advertisement

এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই কংক্রিটের বাঁধের দাবি জানিয়েছেন, কিন্তু সেই বাঁধ এখনও হয়নি। আর তাই বর্ষাকাল বা প্রাকৃতিক দুর্যোগের সময় তো বটেই, সাধারণ অমাবস্যা ও পূর্ণিমার ভরা কোটালেও এলাকার সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কিত থাকেন।

আরও পড়ুনঃ প্লাস্টিকের দাপটে হারাচ্ছে দাদু-ঠাকুরদার আমলের ‘এই’ জিনিস! শিল্পকে বাঁচিয়ে রাখতে মরিয়া দুর্গাপুরের ‘মোড়া গ্রাম’

advertisement

গোসাবা ব্লকের সেচ দফতরের আধিকারিক বলেন, আপাতত এলাকা বিপদমুক্ত। জোরকদমে কাজ চলছে নদীবাঁধ মেরামতির।” এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই কংক্রিটের বাঁধের দাবি জানিয়েছেন, কিন্তু সেই বাঁধ এখনও হয়নি। এলাকার বাসিন্দারা বলেন, “জানিনা কবে এই বাঁধ কংক্রিটের হবে আদৌ হবে কিনা। দুর্বল নদীবাঁধের কারণে প্রাকৃতিক বিপর্যয় তো বটেই, অমাবস্যা ও পূর্ণিমার কোটালেও আমাদের বিপদের মধ্যে দিন কাটাতে হয়।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তার পাশাপাশি পূর্ণিমার কোটালে সুন্দরবন এলাকার নদীগুলি জোয়ারের সময় ফুলে ফেঁপে উঠেছে। ভরা কোটালের জলের চাপ সহ্য করতে না পেরে বাঁধে ধস নেমেছে। বাসিন্দাদের দাবি, গত মাসেও এখানে বাঁধে ধস নেমেছিল। সেচ দফতর দায়সারা ভাবে কোনও রকমে পলিথিন দিয়ে জলের স্রোতের ধাক্কা সামলানোর ব্যবস্থা করেছে। একটানা বৃষ্টির ফলে বাঁধের মাটি নরম হয়ে বারবার ধস নামছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কোটাল এলেই ভাঙছে বাঁধ! নদী গ্রাস করছে গোটা গ্রাম! রাজ্যের অন্যতম সেরা ভ্রমণ ঠিকানার পাশেই এই হাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল