প্লাস্টিকের দাপটে হারাচ্ছে দাদু-ঠাকুরদার আমলের 'এই' জিনিস! শিল্পকে বাঁচিয়ে রাখতে মরিয়া দুর্গাপুরের 'মোড়া গ্রাম'
- Reported by:Dipika Sarkar
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Handcrafts: আজও বেতের মোড়া তৈরি করেই জীবিকা নির্বাহ করেন দুর্গাপুরের মোড়া শিল্পীরা।
advertisement
advertisement
advertisement
রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন হতেই ওই শিল্পীরা তাঁদের মোড়া শিল্প নিয়ে নতুন করে রোজগারের দিশা দেখেন। রাজ্য সরকার গ্রাম্য এলাকার অর্থনীতি চাঙ্গা করতে হস্তশিল্প ও কুটির শিল্প-সহ ঐতিহ্যবাহী শিল্পগুলির উপর প্রাধান্য দিচ্ছে। এলাকার মহিলাদের স্বনির্ভর করতে তাঁদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী করে নানান কাজে যুক্ত করা হয়। (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায় বলেন, "মোড়ার পাশাপাশি বাঁশের তৈরী নানান গৃহসজ্জার জিনিসপত্র যাতে তাঁরা তৈরী করেন সেই উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলি বিক্রির জন্য আমরা মেলার আয়োজন করে থাকি। ইসিএলের পরিত্যক্ত কয়লা খনির জমিতে ও বন দফতরের জমিতে বাঁশ চাষের জন্য আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি।" (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement






