এদিকে, মানসিক ভারসাম্য হারিয়ে ওই যুবক ঘুরতে ঘুরতে চলে আসেন উত্তর ২৪ পরগণা জেলার সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত বরুণহাট এলাকায়। তাঁকে রাস্তার ধারে অস্থির অবস্থায় দেখতে পান স্থানীয় শাকিল মহম্মদ সহ এলাকার বেশ কিছু যুবক। প্রথমে তাকে চিনতে না পারলেও এলাকার মানুষেরা সহানুভূতির সঙ্গে এগিয়ে আসেন। তাঁকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে জামাকাপড় দেন, খাবার দেন এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করেন। পাশাপাশি চেষ্টা করতে থাকেন তাঁর পরিচয় জানতে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে।
advertisement
আরও পড়ুন: গাড়ি উল্টে মাঝ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ল এই বস্তু, ছুটে এলেন বাসিন্দারা, তারপর যা ঘটল…
অনেক চেষ্টার পর ওই যুবকের ভগ্নস্বাস্থ্য ও অসংলগ্ন কথাবার্তার মধ্য থেকে কিছু সূত্র পাওয়া যায়। জানা যায় বছর ২৯ এর ওই যুবকের নাম তাপস সরকার। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় সমাজকর্মী সুশান্ত ঘোষের কাছে। সুশান্তবাবু দীর্ঘদিন ধরে নিখোঁজ ও অসহায় মানুষদের সাহায্য করে থাকেন। তাঁর সহায়তায় অবশেষে যুবকের পরিবারের সন্ধান মেলে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে কোচবিহার থেকে যুবকের পরিবার বরুনহাটে ছুটে আসেন। দীর্ঘ এক বছর পর হারিয়ে যাওয়া সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
JULFIKAR MOLLA





